Devleena Kumar: দেবলীনা উত্তাপ ছড়ালেন, লোহিত সাগরের তীরে, নীলনদের দেশে

Published By: Khabar India Online | Published On:
অভিনেত্রী দেবলীনা কুমার। ছবিঃ জি নিউজ।

ইজিপ্টে ছুটি কাটাচ্ছেন অভিনেত্রী দেবলীনা কুমার। একবার শাড়ি পরে নীলনদের ক্রুজে, কখনও আবার লাল শাড়িতে পিরামিডের সামনে নজর কাড়ছেন অভিনেত্রী।

আরও পড়ুন -  Nushrat Bharucha: নুসরত বিশ্বরেকর্ড তৈরি করলেন, কন্ডোম বিক্রি করে

 এবার বিকিনিতে উত্তাপ ছড়ালেন দেবলীনা। লাল ব্রালেট ও প্রিন্টেড বিকিনিতে দেবনীলায় মুগ্ধ নেটপাড়া।

অভিনেত্রী পোস্টেই জানান দেন যে, লোহিত সাগরের তীরে এই ফটোশ্যুট করেছেন।

ক্যাপশনে নায়িকা লিখেছেন, ভালো করে কার্ব খাও। বরাবরই নিজের ফিটনেস নিয়ে খুবই সতর্ক দেবলীনা।
ইজিপ্টে যে উত্তাপ ছড়িয়েছেন দেবলীনা তার আঁচ পড়েছে নেটপাড়াতেও।

আরও পড়ুন -  আইআইটি দিল্লি কোভিড-১৯-এর নমুনা পরীক্ষার জন্য বিশ্বের সবথেকে সস্তার কিট উদ্ভাবন করেছে - এর উদ্বোধন করলেন কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী শ্রী রমেশ পোখরিয়াল ‘নিশাঙ্ক’