Brazil Team: ব্রাজিল টিমে করোনা আতঙ্ক, বিপাকে পড়েছে ব্রাজিল

Published By: Khabar India Online | Published On:

বেশ বিপাকে পড়েছে ব্রাজিল টিম একাধিক ফুটবলার হঠাৎ অসুস্থ হয়ে পড়ায়। দেখা দিয়েছে করোনা আতঙ্ক।

ফুটবলারদের হোটেলের বাইরে না যাওয়ার নির্দেশনা দেয়া হয়েছে।

ক্যামেরুনের বিরুদ্ধে গ্রুপ পর্বের শেষ ম্যাচের আগে এমন দুঃসংবাদ পেলো ব্রাজিল শিবির।

ব্রাজিলের প্রথম ম্যাচে সার্বিয়ার বিরুদ্ধে গোড়ালিতে আঘাত পেয়ে মাঠ ছেড়েছিলেন নেইমার। সুইজারল্যান্ডের বিরুদ্ধে খেলতে পারেননি। শুক্রবার ক্যামেরুনের বিরুদ্ধেও পাওয়া যাচ্ছে না।

আরও পড়ুন -  ঝাড়খন্ড অ্যামেচারের জুনিয়রস জাতীয় কিক বক্সিং চ্যাম্পিয়নশিপে সুযোগ এই প্রত্যন্ত গ্রামের খুদে খেলোয়াড়ের

অসুস্থ হয়ে পড়েছেন আলেক্স সান্দ্রো, অ্যান্টনি ডস স্যান্টোস, অ্যালিসন বেকার, লুকাস পাকেতা, ভিনিসিয়াস জুনিয়র ও রাফিনহাসহ একাধিক ফুটবলার। হালকা জ্বর ও গায়ে ব্যথা হচ্ছে অনেকের। কেউ কেউ আবার  বমিও করছেন।

বিশ্বকাপের মধ্যে করোনো সংক্রমণ যদি ফের বাড়তে শুরু করে, বিপর্যয় এড়ানো অসম্ভব। ব্রাজিল টিম ম্যানেজমেন্টের এক সদস্য বলছেন, কাতারে কেউ মাস্ক পরছেন না। কোভিড সংক্রমণ ঠেকানোর ন্যূনতম ব্যবস্থাও নেই। করোনা ভাইরাসের দাপট অনেকটা কম ঠিকই, আবার যে রক্তচক্ষু দেখাবে না,কোনো নিশ্চয়তা নেই।

আরও পড়ুন -  Virat Kohli: ওয়াসীম জাফরের ভবিষ্যৎবাণী, কোহলির উদ্দেশ্যে, “সিংহের মুখ থেকে লালা ঝরছে, প্রচুর শিকার হবে!”

তিনি বলেন, কাতারে দিনের বেলায় প্রচণ্ড গরম। রাতে তাপমাত্রা দ্রুত নেমে যাচ্ছে। স্টেডিয়াম শীতাতপ নিয়ন্ত্রিত হওয়ায় সমস্যা আরও বাড়ছে।

আশঙ্কা ও উদ্বেগের মধ্যেই শুক্রবার ক্যামেরুনের বিরুদ্ধে গ্রুপ পর্বের শেষ ম্যাচের প্রস্তুতি শুরু করে দিয়েছেন তিতে। জানা গেছে, প্রথম একাদশে সাতটি পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন তিনি। শোনা যাচ্ছে গোলে অ্যালিসনের পরিবর্তে খেলতে পারেন ম্যাঞ্চেস্টার সিটির এদেরসন বা ওয়েভারটনের মধ্যে একজনকে। আলভেসকে রক্ষণে দেখা যেতে পারে

আরও পড়ুন -  Post Office Scheme: ২ বছরে লাখপতি হতে পারেন মহিলারা পোস্ট অফিসের এই স্কিমে, এতে সুবিধা মিলবে কি?

ফাইল ছবি।