Bear Grylls: যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে বিয়ার গ্রিলস, ইউক্রেনের একটি গ্যাস স্টেশনে

Published By: Khabar India Online | Published On:

‘ম্যান ভার্সেস ওয়াল্ড’-এর তারকা,  ব্রিটিশ বিমান বাহিনীর প্রাক্তন সদস্য বিয়ার গ্রিলসকে ইউক্রেনে দেখা গেছে। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে রুশ বার্তা সংস্থা আরটি।

স্থানীয় সংবাদ মাধ্যমগুলো বুধবার জানিয়েছে, বিয়ার গ্রিলস ও তার ফিল্ম ক্রুদের ইউক্রেনের একটি গ্যাস স্টেশনে চিত্রগ্রহণ করতে দেখা গেছে। গ্রিলসকে ইউক্রেনীয়দের সঙ্গে সেলফি তুলতে দেখা গেছে। তাদের ছবি সামাজিক মাধ্যমে ইতোমধ্যে ছড়িয়ে পড়েছে।

আরও পড়ুন -  অভিনেত্রী স্নেহা পল ভদ্রতার সবকিছুর সীমা ভেঙ্গে চুরমার করলেন, ভুল করে বাড়ির ছোটদের সামনে একদম দেখবেন না এই সিরিজ

 গ্রিলস ইউক্রেনে ঠিক কী করছেন তা তাৎক্ষণিকভাবে পরিষ্কার ভাবে যানা যায়নি। তিনি সম্ভবত স্থানীয়রা যে কষ্টের সম্মুখীন হচ্ছেন তা চিত্রিত করতে চাইছেন। যুদ্ধ-বিধ্বস্ত দেশে বেঁচে থাকার দক্ষতা পরীক্ষা করছেন।

আরও পড়ুন -  Former Russian President: ইউক্রেন ঠাণ্ডায় জমেই বিশ্ব থেকে মুছে যাবেঃ প্রাক্তন রুশ প্রেসিডেন্ট

এখন পর্যন্ত, গ্রিলস ইউক্রেনে কী করছেন সে সম্পর্কে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করেনি। গত সপ্তাহে সামাজিক মাধ্যমের পোষ্টে নতুন কিছু নিয়ে আসছেন বলে ইঙ্গিত দিয়েছেন।

সূত্রঃ আরটি। ফাইল ছবি।

আরও পড়ুন -  UN: ১৮ হাজার বেসামরিক হতাহত ইউক্রেন যুদ্ধেঃ জাতিসংঘ