Iran: ইরানে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত ১, হারে উচ্ছ্বাস, জাতীয় দলের

Published By: Khabar India Online | Published On:

বিদায় নিয়েছে ইরান বিশ্বকাপের দ্বিতীয় পর্বে ওঠার আগেই। সেই আনন্দে মেতেছিলেন হিজাববিরোধী বিক্ষোভকারীরা। সেই কারণে গুলিতে নিহত হন এক বিক্ষোভকারী। মানবাধিকার সংগঠনগুলির দাবি, নিরাপত্তা বাহিনীর গুলিতে মৃত্য়ু হয়েছে।

মঙ্গলবার রাতে গ্রুপ পর্বে যুক্তরাষ্ট্রের কাছে হেরে কাতার বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে ইরান। ইরানের হারের পরই কাস্পিয়ান সাগরের তীরে বন্দর শহর আঞ্জিলে লাগাতার গাড়ির হর্ন বাজিয়ে উৎসবে মেতেছিলেন অনেকে। মেহরান সামাক নামের ২৭ বছর বয়সি এক ইরানি যুবকও ছিলেন। সেই আনন্দে স্থায়ী হয়নি বেশিক্ষণ। নিরাপত্তাকর্মীদের গুলিতে মৃত্যু হয় তার। দাবি তেহরানের একাধিক মানবাধিকার সংগঠনের। ইরান প্রশাসনের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

আরও পড়ুন -  Iran: মৃত্যু ১৮, ইরানে বন্যায়

প্রথম থেকেই জাতীয় দলের বিরুদ্ধে ছিলো ইরানের নাগরিকরা। কাতার বিশ্বকাপে রওনা দেয়ার আগে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির সঙ্গে সাক্ষাত করেছিলেন জাতীয় দলের খেলোয়াড়রা। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। ছবি প্রকাশ্যে আসতেই ক্ষোভে ফেটে পড়েন ইরানের নাগরিকরা।

আরও পড়ুন -  লকডাউনের মধ্যেই শুটিং চলছে, ! অভিযোগ উঠেছে, ‘এই পথ যদি না শেষ হয় '

সারা দেশে সরকারের বিরুদ্ধে আন্দোলনে অংশ নিয়ে প্রাণ হারাচ্ছে শত শত মানুষ। এই পরিস্থিতিতে জাতীয় দলের খেলোয়াড়রা স্বৈরাচারী শাসকের সাথে সাক্ষাত মেনে নেয়নি ইরানের নাগরিকরা।

আরও পড়ুন -  আসাম, কেরালা, তামিলনাডু, পশ্চিমবঙ্গ ও পুডুচেরি বিধানসভা নির্বাচন এবং বিভিন্ন রাজ্যে লোকসভা ও বিধানসভার উপনির্বাচনে নির্বাচনী সমীক্ষা ও বুথ ফেরত সমীক্ষার উপর নিষেধাজ্ঞা

সূত্রঃ এএফপি। ছবিঃ সংগৃহীত।