UttarPradesh: নিহত ৬, একই পরিবারের তিন শিশুসহ, কারখানায় আগুনে

Published By: Khabar India Online | Published On:

উত্তরপ্রদেশে একটি কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে। কারখানার ওপরের তলায় থাকা একটি পরিবারের তিন শিশুসহ ছয় জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় ফিরোজাবাদে এই ঘটনা ঘটে।

পরিবারটির আরও তিন সদস্য আগুনে দগ্ধ হয়েছেন, তাদেরকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন ফিরোজাবাদের পুলিশ সুপার আশিস তিওয়ারি।

আরও পড়ুন -  Mouni Roy: রাস্তায় বেরিয়ে এলো মৌনির বক্ষযুগল, দৌড়ে উঠলেন গাড়িতে !

তিওয়ারি বলেন, ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় আড়াই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণ আনে। এলাকাটি ঘনবসতিপূর্ণ হওয়ায় উদ্ধারকারীদের উদ্ধার করতে অসুবিধায় পড়তে হয়েছে।

আরও পড়ুন -  বিজেপির জয়জয়কারে বারাসাতে বিজয় উল্লাসে মাতলো, বারাসাত নেতা কর্মী-সমর্থকেরা

পুলিশ সুপার আশিস তিওয়ারি বলেন, ইনভার্টার কারখানায় আগুন লাগলে তা দ্রুত ওপরের তলায় ছড়িয়ে পড়ে।

কারখানায় শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে ধারণা করা হচ্ছে। সঠিক কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি বলে জানান তিনি।

আরও পড়ুন -  School Rule: নির্দেশ মমতা বন্দ্যোপাধ্যায়ের, স্কুলে বিদ্যুৎ অপচয় নয়

মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ প্রাণহানির জন্য শোক প্রকাশ করেছেন। পরিবারটির জন্য ২ লাখ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছেন।

সূত্রঃ এনডিটিভি। ছবিঃ সংগৃহীত।