Honey: ব্রনের সমস্যা সমাধান, মধু ব্যবহার করে দেখুন

Published By: Khabar India Online | Published On:

ব্রনের সমস্যার জন্য ত্বকের মসৃণতা নষ্ট হয়ে যায়। মানুষ বাজারে পাওয়া বিভিন্ন ধরনের বিউটি প্রোডাক্ট ব্যবহার করেন। সুন্দর দেখতে বিউটি পার্লারের শরণাপন্ন হন মানুষ। বাজারে পাওয়া বিউটি প্রোডাক্টের অতিরিক্ত ব্যবহারে প্রাকৃতিক সৌন্দর্য হারিয়ে যায়। সঙ্গে ভুল খাওয়া এবং খারাপ রুটিনের কারণে মুখে ব্রণ দেখা যায়।

আরও পড়ুন -  রোমান্সে ভরপুর এই নতুন ওয়েব সিরিজ, আগে দরজা বন্ধ করুন তারপর দেখুন

তৈলাক্ত ত্বকে ব্রন হয় বেশি। গ্রন্থি থেকে তেল বের হয়। ধুলোবালি ও দূষণের কারণে তৈলাক্ত ত্বকের ছিদ্রে ময়লা জমতে শুরু করে। এই কারণেই ব্রণ হয়।

জল কম খেলে পেটের তাপ বাড়ে। ফলে ব্রন ও পিম্পলের সমস্যাও হয়। কিছু ঘরোয়া উপকরণ ব্যবহারে   মুক্তি পাওয়া যেতে পারে।

আরও পড়ুন -  VIDEO: যুবতীর দুর্দান্ত নাচ কালো পোশাকে, ইনস্টাগ্রামে সেই ভিডিও ভাইরাল

আয়ুর্বেদে মধুকে ওষুধ হিসেবে বিবেচনা করা হয়। মুখের দাগ থেকে মুক্তি পেতে মধু এবং দারুচিনি ব্যবহার করতে পারেন। সমপরিমাণে মধু ও দারুচিনি মিশিয়ে মুখে লাগান। তারপর হালকা হাতে মুখে ম্যাসাজ করুন। এরপর জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন। ব্রণের সমস্যা থেকে মুক্তি পাবেন।

আরও পড়ুন -  "জনপ্রিয়তার ঝড় মধুর মেলা"

ব্রণের সমস্যা দূর করতে মধু ও দইয়ের ব্যবহারও করতে পারেন।  বেকিং সোডা ও মধুও ব্যবহার করতে পারেন।

ছবিঃ সংগৃহীত।