Qatar World Cup-2022: ৮ দল মাঠে নামবে আজ, অপেক্ষায় রয়েছে ফুটবল প্রেমিরা

Published By: Khabar India Online | Published On:

কাতার বিশ্বকাপ ফুটবল চলছে। প্রতিদিনই ঘটছে নানান রকম ঘটনা। শুক্রবার (২৫ নভেম্বর) মাঠে নামছে ৮টি দল।

দলগুলো হলো, ওয়েলস, ইরান, কাতার, সেনেগাল, নেদারল্যান্ডস, ইকুয়েডর, যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড।

আরও পড়ুন -  Amrapali Dubey Song: নিরহুয়া–আম্রপালির নাচ ঘর বন্ধ করে ‘ধড়ক জল ছাথিয়া’ গানে রোমান্সের সীমা ঊর্ধ্বমুখী

শুক্রবার প্রথম খেলা হবে ওয়েলস ও ইরানের।

দ্বিতীয় খেলায় কাতারের মুখোমুখি হবে সেনেগাল।

রাতে নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামবে ইকুয়েডর। এটি তৃতীয় ম্যাচ।

চতুর্থ ও শেষ ম্যাচে ইংল্যান্ডকে প্রতিপক্ষ হিসেবে যুক্তরাষ্ট্র।

আরও পড়ুন -  Camel Flu: ‘ক্যামেল ফ্লু’, সতর্ক করল ডব্লিউএইচও, কাতারে ছড়িয়ে পড়তে পারে