প্রথম ম্যাচে বৃহস্পতিবার সার্বিয়ার বিপক্ষে মাঠে নেমে ম্যাচের ৬৮ মিনিটে ডান পায়ের গোড়ালিতে আঘাত পান ব্রাজিল তারকা স্ট্রাইকার নেইমার জুনিয়র। খেলার ৭৯ মিনিটে দলের চিন্তা বাড়িয়ে মাঠ ছাড়েন ব্রাজিল তারকা স্ট্রাইকার নেইমার জুনিয়র। মাঠ ছেড়ে বেরনোর সময় দেখা যায় নেইমার তার ডান পায়ের গোড়ালিতে চোট পেয়েছেন।
ঘটনায় উদ্বেগ বাড়ে ব্রাজিল জাতীয় দলে। আশঙ্কাই সত্যি হলো। গ্রুপপর্বের পরবর্তী ম্যাচ সুইজারল্যান্ডের বিপক্ষে ছিটকে গেছেন নেইমার। গ্রুপপর্বের সবশেষ ম্যাচে ক্যামেরুনের বিপক্ষে তাকে পাওয়া নিয়েও শঙ্কা আছে বলে জানান স্প্যানিশ দৈনিক মার্কা। তবে স্বস্তির বিষয় হচ্ছে, বিশ্বকাপ থেকে পুরোপুরি ছিটকে যাননি তিনি।
বৃহস্পতিবার সার্বিয়ার বিপক্ষে ম্যাচে ৬২ মিনিট ও ৭৩ মিনিটে রিচার্লিসনের গোলে জয় নিশ্চিত করে সাম্বা বাহিনী। পিএসজি ফরোয়ার্ডকে সারা ম্যাচ জুড়ে কড়া ট্যাকেল করেন সার্বিয়ান নেমানিয়া গুদেল এবং নিকোলা মিলেনকোভিচ। এরপরেই ম্যাচের ১১ মিনিট বাকি থাকতেই মাঠ ছাড়তে বাধ্য হন তিনি। রিজার্ভ বেঞ্চে বসে তাকে কান্নায় ভেঙে পড়তে দেখা যায়। ছবিঃ ইন্টারনেট।