Uruguay-South Korea: দক্ষিণ কোরিয়া দুইবারের চ্যাম্পিয়ন, উরুগুয়েকে রুখে দিল

Published By: Khabar India Online | Published On:

 লাতিন আমেরিকার দেশ উরুগুয়েকে রুখে দিয়েছে এশিয়ার দল দক্ষিণ কোরিয়া। পয়েন্ট ভাগাভাগি করেই সন্তুষ্ট থাকতে হলো দুই দলকে। এডুকেশন সিটি স্টেডিয়ামে দুই দলই বেশ কয়েকটি গোলের সুযোগ নষ্ট করে।

ম্যাচে সমান তালে লড়াই করে দারুণ প্রতিযোগিতামূলক ফুটবল খেলেছে উরুগুয়ে ও দক্ষিণ কোরিয়া। বল দখলে ও আক্রমণে এগিয়ে ছিল উরুগুয়ে। ম্যাচে ৫৬ শতাংশ বল দখলে রেখে ১০টি আক্রমণ সংগঠিত করেছে এডিনসন কাভানি, লুইস সুয়ারেজ, দারউইন নুনেজ, ফেদে ভালভার্দেরা।

আরও পড়ুন -  Brazil Fans In Bangladesh: টুইটারে ফিফার পোস্ট, বাংলাদেশের ব্রাজিল সমর্থকদের নিয়ে

১০টি আক্রমণ করেও মাত্র ১ বার গোলমুখে শট রাখতে পেরেছে দলটি। সেটিও সফলতার সঙ্গে ঠেকিয়ে দিয়েছেন দক্ষিণ কোরিয়ার গোলরক্ষক কিম সিউং। ভাগ্য খারাপও বলা যায় উরুগুইয়ানদের। তাদের দুটি সুযোগ ফিরে যায় গোলপোস্টে লেগে।

আরও পড়ুন -  Neymar: কাতার বিশ্বকাপের আগে, ‘রূপচর্চা’ নিয়ে ব্যস্ত নেইমার

অপরদিকে ম্যাচে ৪৪ শতাংশ বল দখলে রাখা কোরিয়া ম্যাচে ৭টি আক্রমণ সংগঠিত করে। ৭টি আক্রমণ করেও একটি শটও উরুগুয়ের জাল বরাবর করতে পারেনি কোরিয়ার ফুটবলাররা।

আরও পড়ুন -  জাতিসংঘের ভোট বাতিল করল রাশিয়া

বিশ্বমঞ্চে সাফল্যের বিচারেও এগিয়ে থাকবে দুইবারের চ্যাম্পিয়ন উরুগুয়ে। অন্যদিকে ২০০২ বিশ্বকাপে চতুর্থ হওয়া দক্ষিণ কোরিয়া শেষ দুই আসরে পার হতে পারেনি গ্রুপ পর্ব।

ছবিঃ ইন্টারনেট।