Germany: বড় ধাক্কা জার্মান শিবিরে, প্রথম একাদশের গুরুত্বপূর্ণ ফুটবলার

Published By: Khabar India Online | Published On:

 ইনজুরির ধাক্কা জার্মান শিবিরে কাতার বিশ্বকাপে মাঠে নামার আগেই। বুধবার ম্যাচে সন্ধ্যায় মুখোমুখি হবে জার্মানি-জাপান। জাপানের বিরুদ্ধে নিজেদের প্রথম ম্যাচে জার্মানি পাবে না লেরয় সানেকে। মঙ্গলবার অনুশীলন করার সময় হাঁটুতে চোট পেয়েছেন।

জার্মানির প্রথম একাদশের গুরুত্বপূর্ণ ফুটবলার সানে। বায়ার্ন মিউনিখের উইঙ্গার দলের আক্রমণ তৈরির ক্ষেত্রে বিশেষ ভূমিকা নেন। স্ট্রাইকারদের জন্য গোল করার সুযোগ তৈরি করেন। পাশাপাশি নিজেও গোল করেন তিনি।

আরও পড়ুন -  Germany: জার্মানিতে ভোগান্তি, কর্মী সঙ্কটে

 দেশের হয়ে ৪৮টি ম্যাচ খেলে ১১টি গোল করেছেন তিনি। বর্তমানে বায়ার্নে খেললেও এর আগে সালকে এবং ম্যানচেস্টার সিটির হয়ে খেলেছেন।

 জাপানের বিরুদ্ধে তো বটেই ২৭ নভেম্বর স্পেনের বিরুদ্ধেও সানে অনিশ্চিত বলে মনে করা হচ্ছে। চিকিৎসকরা জানিয়েছেন, সানের আঘাত তেমন গুরুতর নয়। চার-পাঁচ দিন পর মাঠে নামতে পারবেন।

আরও পড়ুন -  Philippines Earthquake: ভূমিকম্প অনুভূত ৬.৫ মাত্রার, ফিলিপাইনে

পরিকল্পনা বদল করতে হবে জার্মান কোচ হানসি ফ্লিক। প্রথম ম্যাচে তুলনায় কম শক্তিশালী জাপানের বিরুদ্ধে রণকৌশল ঠিক করতে হবে তাকে। ২৭ নভেম্বরের আগে সানে চোট সারিয়ে সুস্থ হতে না পারলে সমস্যা হতে পারে। ফাইল ছবি।

আরও পড়ুন -  Christmas Weather: গভীর নিম্নচাপ সৃষ্টি হয়েছে, আবহাওয়া বড়দিনে কেমন থাকবে? হাওয়া অফিস আপডেট