United States: নিহত ১০, সুপারশপে বন্দুক হামলা যুক্তরাষ্ট্রে

Published By: Khabar India Online | Published On:

মঙ্গলবার রাতে একজন বন্দুকধারী গুলি করে অন্তত ১০ জনকে হত্যা করেছে ভার্জিনিয়া রাজ্যের চেসাপিক শহরের একটি ওয়ালমার্ট স্টোরে। শহরের কর্মকর্তারা জানয়িছেন, বন্দুকধারীও মারা গেছে।

চেসাপিক পুলিশ বিভাগের মুখপাত্র লিও কোসিনস্কি একটি সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে বলেছেন, পুলিশ বিভাগ রাত ১০ টার দিকে ওয়ালমার্টের অভ্যন্তরে গুলি চালানোর খবর পায়। অফিসাররা যখন দোকানে প্রবেশ করে, তারা অনেক নিহত ও একাধিক আহত ব্যক্তিকে দেখতে পায়।

আরও পড়ুন -  Sunita Baby: রাত যত গভীর নাচের স্টাইল ততো পরিবর্তন করলেন সুনিতা বেবি, সেই ভিডিও ভাইরাল ইন্টারনেটে

কোসিনস্কি বলেন, বন্দুকধারীকে দোকানে মৃত অবস্থায় পাওয়া গেছে। বন্দুকধারী একজন কর্মচারী কিনা বা তিনি আত্মহত্যা করে মারা গেছেন কিনা তা এখনোও জানা যায়নি। বন্দুকধারীর নাম প্রকাশ করেনি কর্তৃপক্ষ।

আরও পড়ুন -  PM Kisan Yojana: কৃষকদের জন্য ২০০০০ কোটি দিচ্ছে মোদী সরকার

সূত্রঃ নিউইয়ক টাইমস।