Saudi Arabia: মরু ঝড়ে অঘটন, মেসিদের হার সৌদি আরবের কাছে

Published By: Khabar India Online | Published On:

শিখা দেবঃ  মরু ঝড়ে অঘটন মেসিদের হার সৌদি আরবের কাছে।

মেসিদের প্রথম ম্যাচেই অঘটন। মেসিকে নিয়ে মঙ্গলবার লুসেইল স্টেডিয়াম উল্লাসে মেতে উঠেছিল। মেসির জয় ধ্বনিতে মুখর ছিল গ্যালারি। কিন্তু প্রথম ম্যাচে মেসিরা হেরে গেলো সৌদি আরবের কাছে ১-২ গোলের ব্যবধানে। শুরুটা দারুন ছিল আর্জেন্টিনার। প্রথম পর্বে মেসির গোলে আজেন্টিনা এগিয়ে যায়। গোলটি আসে পেনান্টি থেকে। তবে মেসিরা কমপক্ষে প্রথম পর্বেই চার গোলে এগিয়ে যেতে পারতো। তিনটি গোল অফসাইডের জন্যে বাতিল হয়ে যায়।

আরও পড়ুন -  Ullu Web Series: উল্লুর নতুন ওয়েব সিরিজ “সুই” – রহস্য ও রোমাঞ্চে মোড়ানো এক নাটকীয় অভিজ্ঞতা

দ্বিতীয় পর্বে সৌদি আরবের ফুটবলাররা গর্জে ওঠে। পাঁচ মিনিটের ব্যবধানে সৌদি আরব পর পর দুটি গোল করে ম্যাচের রাশ নিজেদের দখলে নিয়ে নেয়। গোল করেন সালেহ ও সালেম। সৌদি আরবের এই জয় এশিয়া মহাদেশের ফুটবলে বড় বার্তা। এই হারে আর্জেন্টিনা বেশ কঠিন পরিস্থিতিতে পড়ে গেল পরবর্তী ম্যাচগুলো মোকাবিলা করতে। সব ম্যাচ জিততে হবে নক আউট পর্বে খেলবার জন্যে। মেসিদের বেশ চিন্তার মধ্যে থাকতে হচ্ছে। ছবিঃ সংগৃহীত।

আরও পড়ুন -  Bhojpuri: খোলা মঞ্চে এই ভাবে রাসলীলা করলেন নিরহুয়া, ভিডিও দেখেই ঘামছেন নেটিজেনরা

সৌজন্যে।