Gold Silver Price Today: দাম কমল সোনার, বিয়ের মরশুমে, ক্রেতাদের মুখে হাসি

Published By: Khabar India Online | Published On:

নভেম্বর মাস আসা মানেই শুরু হয়ে যাবে বাঙ্গালীদের বিয়ের সিজন। এই বিয়ের মরশুমে সোনা বিক্রি কয়েকগুণ বেড়ে যায়।

 গোটা সপ্তাহের মধ্যে আজ শনিবার সামান্য কমেছে সোনা ও রুপোর দাম। বিয়ের মরশুমে এই দাম কমা অনেকটাই স্বস্তি দেবে ক্রেতাদের। আজকে ২২ ক্যারেট ও ২৪ ক্যারেট সোনার রেট কত?

আরও পড়ুন -  Gold Price Today: স্বস্তি পেলেন ক্রেতারা, তৃতীয় দিনেও সস্তা হল সোনা

bankbazaar.com অনুযায়ী, আজ ২২ ক্যারেট সোনার ১ গ্রামের দাম ৪৯৫৮ টাকা, যেখানে গতকালের দাম ছিল ৫০০৩ টাক। যার মানে ১ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ৪৫ টাকা কমেছে। ২৪ ক্যারেট ১ গ্রাম সোনার দাম ৫২০৬ টাকা, যেখানে গতকালের দাম ছিল ৫২৫৩ টাকা, যার মানে দাম ৪৭ টাকা কমেছে। প্রসঙ্গত জানিয়ে রাখি এই ২৪ ক্যারেট সোনা হল ৯৯.৯ শতাংশ খাঁটি।

আরও পড়ুন -  Gold Price Today: সোনার দামে কিছু পরিবর্তন হল আজ রবিবারে, কলকাতার ক্রেতারা আজ লাভবান হবেন

 ৩ দিন পর আজ দাম কমেছে রুপোর। এক কেজি রূপার বারের দাম ৬৭ হাজার টাকা, গতকালের দাম ছিল ৬৭,২০০ টাকা। প্রতীকী ছবি।