Qatar World Cup-2022: শুরুর আগেই শেষ হয়ে গেল সেনেগাল ফরোয়ার্ডের কাতার বিশ্বকাপ, সাদিও মানের

Published By: Khabar India Online | Published On:

 অনিশ্চয়তা আগে থেকেই ছিলো সাদিও মানের ইনজুরি ঘিরে। শঙ্কা সত্যি হলো। হাঁটুর চোট সারাতে অস্ত্রোপচার করতে হবে। তাই শুরুর আগেই শেষ হয়ে গেল সেনেগাল ফরোয়ার্ডের কাতার বিশ্বকাপ। বুন্ডেসলিগায় ভার্ডার ব্রেমেনের বিপক্ষে বায়ার্ন মিউনিখের ৬-১ গোলে জয়ের ম্যাচে হাঁটুতে চোটে পান। বেশ কিছুক্ষণ সাইডলাইনে তাকে প্রাথমিক চিকিৎসা করা হয়। শেষ পর্যন্ত বায়ার্ন তারকা নিজ পায়ে উঠে দাঁড়ালেও খেলা চালিয়ে যেতে পারেননি।

আরও পড়ুন -  Fake Neymar: নকল নেইমার, কাতারের গ্যালারিতে, ‘আসল’ এর মতন দেখতে

সেনেগাল কোচ আলিয়ু সিসে বিশ্বকাপে মানেকে পাওয়ার ব্যাপারে আশাবাদী ছিলেন। গত মঙ্গলবার ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে বলা হয়, শুরুতে একাধিক ম্যাচে খেলতে পারবেন না মানে।

আরও পড়ুন -  শরীরের ক্লান্তি দূর করতে, সকালে কি করবেন পড়ুন

বৃহস্পতিবার আরও পরীক্ষা-নিরীক্ষা করালে ধরা পড়েছে, চোট সারিয়ে তুলতে অবশ্যই অস্ত্রোপচার করাতে হবে। শেষ হয়ে যায় সেনেগালের সবচেয়ে বড় তারকার বিশ্বকাপ খেলার সম্ভাবনা।

আগামী রবিবার পর্দা উঠবে কাতার বিশ্বকাপের। শেষ মুহূর্তে মানের ছিটকে পড়া সেনেগালের জন্য বিশাল এক ধাক্কা। ছবিঃ সংগৃহীত।

আরও পড়ুন -  Ranjit Mallick: ৭৬ বছর বয়সে ‘লাভ ম্যারেজ’ করছেন রঞ্জিত মল্লিক, রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে