Qatar World Cup-2022: শুরুর আগেই শেষ হয়ে গেল সেনেগাল ফরোয়ার্ডের কাতার বিশ্বকাপ, সাদিও মানের

Published By: Khabar India Online | Published On:

 অনিশ্চয়তা আগে থেকেই ছিলো সাদিও মানের ইনজুরি ঘিরে। শঙ্কা সত্যি হলো। হাঁটুর চোট সারাতে অস্ত্রোপচার করতে হবে। তাই শুরুর আগেই শেষ হয়ে গেল সেনেগাল ফরোয়ার্ডের কাতার বিশ্বকাপ। বুন্ডেসলিগায় ভার্ডার ব্রেমেনের বিপক্ষে বায়ার্ন মিউনিখের ৬-১ গোলে জয়ের ম্যাচে হাঁটুতে চোটে পান। বেশ কিছুক্ষণ সাইডলাইনে তাকে প্রাথমিক চিকিৎসা করা হয়। শেষ পর্যন্ত বায়ার্ন তারকা নিজ পায়ে উঠে দাঁড়ালেও খেলা চালিয়ে যেতে পারেননি।

আরও পড়ুন -  Mahsha Amini: ইরানের তেল শোধনাগারের কর্মীরা, বিক্ষোভে যোগ দিলেন

সেনেগাল কোচ আলিয়ু সিসে বিশ্বকাপে মানেকে পাওয়ার ব্যাপারে আশাবাদী ছিলেন। গত মঙ্গলবার ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে বলা হয়, শুরুতে একাধিক ম্যাচে খেলতে পারবেন না মানে।

আরও পড়ুন -  Qatar World Cup: চূড়ান্ত দল ঘোষণা করলো স্পেন, বিশ্বকাপে ২৬ সদস্যের

বৃহস্পতিবার আরও পরীক্ষা-নিরীক্ষা করালে ধরা পড়েছে, চোট সারিয়ে তুলতে অবশ্যই অস্ত্রোপচার করাতে হবে। শেষ হয়ে যায় সেনেগালের সবচেয়ে বড় তারকার বিশ্বকাপ খেলার সম্ভাবনা।

আগামী রবিবার পর্দা উঠবে কাতার বিশ্বকাপের। শেষ মুহূর্তে মানের ছিটকে পড়া সেনেগালের জন্য বিশাল এক ধাক্কা। ছবিঃ সংগৃহীত।

আরও পড়ুন -  ছোটপর্দার সুবর্ণলতা কোথায় হারিয়ে গেলো, যোগ্য সম্মান মেলেনি জাতীয় পুরস্কার পেয়েও!