Iraq: নিহত ১৫, ইরাকে গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণ

Published By: Khabar India Online | Published On:

সুলাইমানিয়া শহরের ইরাকের উত্তরাঞ্চলের একটি আবাসিক এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ ১৫ জন নিহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কতৃপক্ষ। দুঘর্টনায় আহত হয় আরও ১৩ জন। পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, বৃহস্পতিবার একটি বাড়ির ছাদে বসানো রান্নার গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণে এই দুঘর্টনা ঘটে।  অন্তত তিনটি বাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। পাঁচটি গাড়ি ধ্বংস হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

আরও পড়ুন -  HOROSCOPEঃ আজকে রাশিফল, দেখে নিন

স্থানীয় সিভিল ডিফেন্স প্রধান সামান নাদের জানিয়েছেন, আমাদের দলগুলো ধসে পড়া বাড়ির নিচে আটকে পড়া লোকদের উদ্ধার করতে ১৭ ঘণ্টারও বেশি সময় ধরে কাজ করছে। উদ্ধার অভিযান এখন শেষ হয়েছে।

আরও পড়ুন -  Wall Collapses: দেয়ালধসে নিহত ৯ ভারি বৃষ্টিতে, উত্তরপ্রদেশে

 এই দুর্ঘটনায় শুক্রবার সুলাইমানিয়া প্রদেশের গভর্নর হাভাল আবুবাকার তিন দিনের শোক ঘোষণা করেন।

যুদ্ধ-বিধ্বস্ত ইরাকের বেশিরভাগ অবকাঠামো জরাজীর্ণ হওয়ার ফলে এরকম দুর্ঘটনা ঘটছে। বিশেষ করে পরিবহন এবং নির্মাণ খাতে।

গত মাসেও ইরাকের রাজধানী বাগদাদে দুর্ঘটনাক্রমে গ্যাস পরিবহনকারী একটি ট্যাঙ্কার বিস্ফোরণে কমপক্ষে নয় জন নিহত এবং ১৩ জন আহত হয়। এছাড়াও ২০২১ সালের এপ্রিলে, বাগদাদের একটি হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরিত হয়ে অনেক লোক মারা যায়।

আরও পড়ুন -  Yemen: ইয়েমেনে সেনা-বিদ্রোহী সংঘর্ষ শান্তি প্রচেষ্টার মধ্যেই, নিহত ১০

সূত্রঃ রয়টার্স, এএফপি। ছবিঃ সংগৃহীত।