ওয়েদার আপডেট, ১৭ ডিগ্রিতে তাপমাত্রার পারদ নেমেছে, জাঁকিয়ে শীত কবে পড়বে?

Published By: Khabar India Online | Published On:

মাসের দ্বিতীয় সপ্তাহের শুরু থেকে এই শীতের তীব্রতা বেড়েছে। রাতের দিকে প্রায় রোজ তাপমাত্রার পারদ অনেকটাই নামছে। শহরতলী কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে ১৭ ডিগ্রি সেলসিয়াসের পাশাপশি। খুব তাড়াতাড়ি জাঁকিয়ে শীত পড়তে পারে বলে জানিয়ছেন আলিপুর আবহাওয়া দপ্তরের বিশেষজ্ঞরা। আজ বৃহস্পতিবার, ১৭ নভেম্বর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৯ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে, যা স্বাভাবিক তাপমাত্রার তুলনায় ২ ডিগ্রি কম। হাওয়া অফিস সূত্রের খবর, কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৯.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক তাপমাত্রা অপেক্ষা ১ ডিগ্রি কম। হাওয়া অফিস সূত্রে পূর্বাভাস যে আপাতত আগামী ২৪ ঘন্টা আকাশ পরিষ্কার থাকবে।

আরও পড়ুন -  বদলে যাবে বাংলার আবহাওয়া, কয়েকদিন পর, আপডেট দিল হাওয়া অফিস

 পুরুলিয়া, বীরভূমের মত পশ্চিমের জেলাগুলিতে শীত শীত আমেজ অনুভূত হচ্ছে। খুব তাড়াতাড়ি এই জেলাগুলিতেও জাঁকিয়ে শীত পড়বে। তাপমাত্রা কমার সাথে সাথে আবহাওয়া শুষ্ক হয়ে যাবে। জলীয় বাষ্পের পরিমাণ উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে। আগামী ৪-৫ দিন তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস কম থাকবে।

আরও পড়ুন -  Depression: নিম্নচাপের প্রভাব পড়তে পারে মালদা জেলার বিস্তীর্ণ এলাকাজুড়ে