Tamannaah Bhatia: তামান্না বিয়ে করছেন, তিনি কে?

Published By: Khabar India Online | Published On:

 দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়া বিয়ে করতে যাচ্ছেন। মুম্বাইয়ের এক ব্যবসায়ীর সঙ্গেই নাকি গাঁটছড়া বাঁধবেন ‘বাহুবলী’ নায়িকা। এমনই গুঞ্জন মিডিয়ায়। শোনা যাচ্ছে, বেশ কিছু দিন ধরেই এক ব্যবসায়ীর সঙ্গে সম্পর্ক রয়েছে তামান্নার। তাকে বিয়ের প্রস্তাবও দিয়েছেন তিনি। তামান্নাও সবুজ সংকেত দিয়েছেন। যদিও অভিনেত্রীর পক্ষ থেকে এখনও এই বিষয়ে বক্তব্য আসেনি। শেষ পর্যন্ত তামান্নার বিয়ের গুঞ্জন সত্য হয় কিনা সেটাই এখন দেখার বিষয়।

আরও পড়ুন -  এমন সিন রয়েছে, বাচ্চাদের সামনে চালাবেন না একদম

উল্লেখ্য, তামান্না ভাটিয়াকে সর্বশেষ দেখা গেছে ‘প্ল্যান আ প্ল্যান বি’ সিনেমায়। গত ৩০ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে। তার বিপরীতে আছেন রিতেশ দেশমুখ। অভিনেত্রীর হাতে আছে, ‘ভোলা শঙ্কর’, ‘বোলে চুড়িয়া’, ‘গুরথুন্ডা সিথাকালাম’, ‘বান্দ্রা’সহ বেশ কয়েকটি সিনেমার কাজ।

আরও পড়ুন -  Haryanvi Dance: এই হরিয়ানভি নৃত্যশিল্পী রচনা তিওয়ারিকেও টপকে গেলেন, ভাইরাল হলো ঝলক