দারুন খবর, রেলের যাত্রীদের জন্য, আপনিও খুশি হবেন

Published By: Khabar India Online | Published On:

যাত্রীদের যাত্রাকে সুবিধাজনক করতে, রেলওয়ে ১৫ আগস্ট ২০২৩ এর মধ্যে দেশে ৭৫টি বন্দে ভারত ট্রেন চালানোর পরিকল্পনা নিয়েছে। দ্রুত কাজও চলছে। বর্তমানে দেশে ৫টি বন্দে ভারত ট্রেন চলাচল করছে। কিছুদিন আগে এই বন্দে ভারত ট্রেনের সাথে পশুদের সংঘর্ষের পর যাত্রীদের সমস্যায় পড়তে হয়েছিল, ট্রেনটি গন্তব্যে পৌঁছাতে দেরি করেছিল। এসব দুর্ঘটনার কথা মাথায় রেখে সম্প্রতি বাউন্ডারি ওয়ালের সংশোধিত নকশা অনুমোদন করেছে রেলপথ মন্ত্রণালয়। এই নকশা অনুমোদনের পিছনে উদ্দেশ্য হল রেলপথ থেকে পশুদের দূরে রাখা। এই প্রসঙ্গে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, আগামী পাঁচ থেকে ছয় মাসের মধ্যে নতুন বাউন্ডারি ওয়াল তৈরি হয়ে যাবে।

আরও পড়ুন -  Sealdah: ১৪৭টি লোকাল ট্রেন বাতিল শিয়ালদহ স্টেশনে, স্বাভাবিক হবে কবে?

রেলমন্ত্রী বলেন, ট্রেনে পশু মৃত্যুর কারণে দুর্ঘটনা এড়াতে নতুন নকশার বাউন্ডারি ওয়ালের অনুমতি দেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে। সম্প্রতি ২৯ অক্টোবর, মুম্বাইয়ের অতুলে একটি প্রাণীর সাথে সংঘর্ষের কারণে বন্দে ভারত ট্রেনটির ১৫ মিনিট দেরি হয়েছিল। রেলের সেন্ট্রাল ডিভিশনে এই দুর্ঘটনাটি ঘটেছে।

আরও পড়ুন -  সারাদেশে চলবে ‘বন্দে ভারত’-এর মতো ট্রেন, ২০৪৭ প্রজেক্ট শুরু করছে

দুর্ঘটনার সময় বন্দে ভারত মুম্বাই থেকে গান্ধীনগর যাচ্ছিল। এই দুর্ঘটনার কারণে ট্রেনটি ১৫ মিনিট দেরি করে।  আগেও ৭ অক্টোবর বন্দে ভারত ট্রেনের সঙ্গেও একই ধরনের ঘটনা ঘটেছিল। সেই সময় ট্রেনটি মুম্বই সেন্ট্রাল থেকে গান্ধী নগর যাচ্ছিল। ভাটভা থেকে মণিনগর স্টেশনের মধ্যে গবাদি পশুর সঙ্গে সংঘর্ষে পড়েছিল ট্রেনটি। এই সব নানান কারনে নতুন বাউন্ডারি ওয়াল।

আরও পড়ুন -  Vande Bharat Sleeper Train: দিল্লি থেকে হাওড়া মাত্র কয়েক ঘণ্টা, দ্রুত ছুটবে স্লিপার বন্দে ভারত এক্সপ্রেস