Grammy Awards: মা-মেয়ে মনোনীত গ্র্যামি অ্যাওয়ার্ডে, বাংলাদেশ প্রথমবার

Published By: Khabar India Online | Published On:

বাংলাদেশ প্রথম বারের মতো গ্র্যামি অ্যাওয়ার্ডে অংশ নিচ্ছে। ৬৫তম গ্র্যামি অ্যাওয়ার্ডে মনোনীত হয়েছে বাংলাদেশের মা-মেয়ে জুটি নাশিদ কামাল ও আরমিন মুসার গান ‘জাগো পিয়া’। অ্যাওয়ার্ডের বেস্ট গ্লোবাল মিউজিক অ্যালবাম শাখায় ‘শুরুওয়াত’ নামে অ্যালবাম মনোনীত হয়েছে।

আরও পড়ুন -  পুরুষের বন্ধ্যত্বের সমস্যা

‘জাগো পিয়া’ গানটি লিখেছেন নাশিদ কামাল ও কণ্ঠ দিয়েছেন তারই মেয়ে আরমীন মুসা। বার্কলে ইন্ডিয়ান এনসেম্বলের ‘শুরুওয়াত’ অ্যালবামের গান এটি। অ্যালবামে কাজ করেছেন, ওস্তাদ জাকির হোসেন ও শংকর মহাদেবানের সংগীত বোদ্ধারা। গ্র্যামির অফিসিয়াল ওয়েবসাইটে এবারের মনোনীতদের তালিকা প্রকাশ হয়েছে।

আরও পড়ুন -  বৃষ্টির জেরে কর্দমাক্ত জাতীয় সড়ক, নাজেহাল অবস্থা চালক ও পথচারীদের

সেখান থেকে জানা যায়, অন্যান্য মনোনীতদের মধ্যে আছেন আনুষ্কা শংকর, মাশা তাকুমির মতো শিল্পীরা। সর্বোচ্চ নয়টি শাখায় মনোনয়ন পেয়ে শীর্ষে আছেন বিয়ন্সে।

উল্লেখ্য, গ্র্যামি অ্যাওয়ার্ডের ৬৫ তম আসর বসবে আগামী ৫ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জলেসে। ছবিঃ সংগৃহীত।

আরও পড়ুন -  Ananya Respect Festival-2021: দশম বঙ্গ গৌরব অনন্যা সম্মান প্রদান উৎসব-২০২১