VIDEO: মঞ্চ মাতানো নাচ গোরি নাগোরির, ‘ছালাকাটা জাওয়ানি’ গানে, দর্শকরা উচ্ছ্বসিত, ভিডিও দেখুন

Published By: Khabar India Online | Published On:

 হরিয়ানভি ডান্সাররা ভাইরাল হচ্ছেন নিজেদের নাচের ভিডিওর সূত্র ধরেই। অন্যতম স্বপ্না চৌধুরী, থেকে থেকেই যার নাচের ভিডিও ভাইরাল হতে দেখা যায় নেটমাধ্যমে। সেইসমস্ত ভিডিওগুলি দেখার অপেক্ষায় থাকেন নেটদুনিয়ার দর্শকরাও।

 সম্প্রতি স্বপ্না চৌধুরী নয়, গোরি নাগোরির দুর্দান্ত নাচের একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায়। সেই ভিডিওটি নেটিজেনরাও তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেছেন।

আরও পড়ুন -  ‘Trending Song’, কি রকম ভাবে কোমর নাচালেন এই যুবতী ভোজপুরি গানে, দেখে দর্শকরা চাঙ্গা হলেন

 হরিয়ানভি প্রথম সারির নৃত্য শিল্পীদের মধ্যে গোরি নাগোরি অন্যতম। সোশ্যাল মিডিয়ায় তাকে চর্চায় থাকতে দেখা যায়।

সম্প্রতি নিজের একটি নাচের ভিডিওর সূত্র ধরে নেটমহলে নেটনাগরিকদের মাঝে তুমুল চর্চিত গোরি নাগোরি। ভিডিওতে গোরি নাগোরিকে জনপ্রিয়, হিট ভোজপুরি গান ‘ছালাকাটা জাওয়ানি’র তালে মঞ্চ মাতাতে দেখা গিয়েছে। ভিডিওতে তাকে কালো ঝকমকে ঘাঘড়া চোলিতে দেখা গিয়েছে। নাচ দেখে রীতিমতো উচ্ছ্বসিত হয়ে পড়েছিলেন সেখানে উপস্থিত দর্শকরাও।

আরও পড়ুন -  বউকে কোলে তুলতে গিয়ে মুখ থুবড়ে পরল বর-কণে !

উল্লেখ্য, গোরি নাগোরির এই সাম্প্রতিক ভাইরাল হওয়া নাচের ভিডিওটি ইউটিউবের জনপ্রিয় হরিয়ানভি চ্যানেল ‘ডাবলু আর’ থেকে ২ বছর আগে শেয়ার করে নেওয়া হয়েছে সোশ্যাল মিডিয়ায়। বর্তমানে তার সেই ভিডিও পৌঁছে গিয়েছে ৪৯ হাজারেরও বেশি মানুষের কাছে।

আরও পড়ুন -  Bride: বরকে সিঁদুর পরাল নববধূ, বিয়ের অনুষ্ঠানের কাণ্ড ভাইরাল

সম্প্রতি গোরি নাগোরি নিজের এই ভিডিওটির সূত্র ধরেই আপাতত তার অগণিত অনুরাগীদের মাঝে ও নেটদুনিয়ার একাংশের কাছেও চর্চার বিষয়বস্তু হয়ে উঠেছেন।