নভেম্বর মাস আসা মানেই শুরু হয়ে যাবে বিয়ের সিজন। বিয়ের মরশুমে সোনা বিক্রি কয়েকগুণ বেড়ে যায় অন্যান্য সময়ের তুলনায়। আগের সপ্তাহের শেষ থেকেই ধীরে ধীরে দাম বাড়ছে সোনা ও রুপোর।
আজ বুধবার সপ্তাহের তৃতীয় কর্মদিবসে ফের এক ধাক্কায় অনেকটাই দাম বাড়লো মহামূল্যবান হলুদ ধাতুর। সোনার পাশাপশি রুপোর দামে উর্ধ্বগতি অব্যাহত রয়েছে। সোনা রুপোর সর্বশেষ রেট কত?
জানা গিয়েছে, আজ সোনার দাম মার্কেট খুলতেই এক ধাক্কায় অনেকটা বৃদ্ধি পায়। দেশের রাজধানী শহর দিল্লিতে ২২ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে ২০০ টাকা বৃদ্ধি পেয়েছে। আজ দিল্লিতে ২২ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম ৪৮ হাজার টাকা হয়েছে।
গতকাল এই দাম ছিল ৪৭,৮০০ টাকা। অন্যদিকে ২২ ক্যারেটের পাশাপাশি দাম বেড়েছে ২৪ ক্যারেট সোনারও। প্রতি ১০ গ্রামে দাম বেড়েছে ২১০ টাকা। ২৪ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম আজকে ৫২,৩৬০ টাকা। প্রতিকী ছবি।