Amazon: অ্যামাজন ১০ হাজার কর্মী ছাঁটাই করবে

Published By: Khabar India Online | Published On:

 ই-কমার্স জায়ান্ট অ্যামাজনও হাঁটতে চলেছে গণছাঁটাইয়ের পথে টুইটার ও ফেসবুকের পর। মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, মন্দায় চলছে অ্যামাজন। এবার প্রায় ১০ হাজার কর্মী ছাঁটাই করতে পারে সংস্থা। এই সপ্তাহ থেকেই শুরু হবে ছাঁটাই। গত ৯ নভেম্বর একসঙ্গে ১১ হাজার কর্মীকে ছাঁটাই করেছিলেন মার্ক জাকারবার্গ। অ্যামাজনও সেই পথেই হাঁটবে। এই সংস্থাটির ইতিহাসে সবচেয়ে বড় গণছাঁটাই হতে চলেছে। বিশ্বজুড়ে ই-কমার্স সংস্থার সঙ্গে যুক্ত কর্মীর সংখ্যা বহু।

আরও পড়ুন -  Microsoft: বিল গেটসের মাইক্রোসফট, ১১ হাজার কর্মী ছাঁটাই করবে

দ্য ওয়াল স্টিট জার্নাল এক প্রতিবেদনে জানিয়েছে, সম্প্রতি একটি মাসিক রিভিউ করেছে অ্যামাজন। সেখানে দেখা গেছে এমনকিছু ইউনিট আছে যা একেবারেই লাভজনক নয়। সেইসব ইউনিট থেকে কর্মী ছাঁটাই করে খরচ কমাতে চাইছে অ্যামাজন।

আরও পড়ুন -  সন্তানের আগমনে, খুশি স্ত্রী আলিয়া ভাট থেকে মা নীতু কাপুর

প্রতিবেদনে আরও উঠে এসেছে যে, বিশ্বের অন্যতম বড় ই-কর্মাস জায়েন্ট এবার তাদের ডিভাইস অ্যালেক্সার ব্যবসার দিকে মনোনিবেশ করতে চাইছে। সেই পরিকল্পনার খরচ কমানোর বিষয়টি উঠে আসে।

আরও পড়ুন -  বিজেপি প্রার্থীকে গুলি করার প্রতিবাদে ৩৪ নং জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ বিজেপি কর্মী-সমর্থকদের

ছবিঃ সংগৃহীত।