Elon Musk: চুক্তিভিত্তিক কর্মী বরখাস্ত করেছেন এলন মাস্ক, ৪ হাজারেরও বেশি

Published By: Khabar India Online | Published On:

এলন মাস্কের টুইটার কেনার পর গত সপ্তাহে সংস্থাটিরর ৫০ শতাংশ কর্মীকেই ছাঁটাই করেছেন। তবুও আর্থিক সঙ্কট মেটার কোনও সম্ভাবনা নেই টুইটারে। এক সপ্তাহ না যেতেই ৪ হাজারেরও বেশি চুক্তিভিত্তিক কর্মচারীকে পূর্ব ঘোষণা ছাড়াই বরখাস্ত করেছেন মাস্ক। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটি শনিবার প্রায় ৪ হাজার ৪০০ চুক্তিভিত্তিক কর্মীকে বরখাস্ত করেছে, বেশিরভাগকে কোনো নোটিশও দেয়া হয়নি। সকলেই অফিসিয়াল মেল, অনলাইন পরিষেবা এবং কোম্পানির অভ্যন্তরীণ যোগাযোগের অ্যাক্সেস হারিয়েছে।

আরও পড়ুন -  Check: দুর্ঘটনায় মৃত পরিবারের হাতে চেক তুলে দিলেন, উত্তরবঙ্গ উন্নয়ন প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন

প্ল্যাটফর্মার কেসি নিউটন টুইট করেছেন, কোম্পানির সূত্রগুলো জানিয়েছে, শনিবার টুইটার তার ৫ হাজার ৫০০ চুক্তির কর্মচারীদের মধ্যে ৪ হাজার ৪০০ জনকে বাদ দিয়েছে। কন্টেন্ট তৈরী ও মূল পরিষেবাতে উল্লেখযোগ্য প্রভাব ফেলবে বলে আশঙ্কা করা হচ্ছে।

আরও পড়ুন -  Kolkata Metro: মেট্রোতে ভ্রমণ করা আরও সহজ হয়েছে, এই দুর্দান্ত সুবিধাটি এখন বিভিন্ন স্টেশনের প্রতিটি স্টেশনে পাওয়া যাচ্ছে

উল্লেখ্য, অক্টোবরে ৪ হাজার ৪০০ কোটি ডলারের চুক্তিতে টুইটার কেনার করার পর থেকে, মাস্ক কোম্পানির অর্ধেকেরও বেশি কর্মীদের বরখাস্ত করেছেন। বিশৃঙ্খলার মধ্যে, টুইটারের প্রধান নিরাপত্তা নির্বাহীরাও প্ল্যাটফর্ম থেকে পদত্যাগ করেছেন।টুইটারের অভ্যন্তরেও তোলপাড় শুরু হয়েছে।

আরও পড়ুন -  Twitter: লিন্ডা ইয়াকারিনো নতুন সিইও টুইটারের

সূত্রঃ এনডিটিভি। ছবিঃ সংগৃহীত।