Dance Video: আকাশের নীচে দুর্দান্ত নাচ সুন্দরীর, বাংলা গানে, ভিডিও ভাইরাল

Published By: Khabar India Online | Published On:

 সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার বানিয়েই নিজের প্রতিভাকে হাজার হাজার মানুষের সামনে তুলে ধরছেন, ফলও পাচ্ছেন হাতেনাতে।

 সোশ্যাল মিডিয়ায় কোনোকিছুই ভাইরাল হতে বিশেষ সময় লাগে না। যদি কোন প্রতিভাবান মানুষ তার নিজের প্রতিভাকে পৌঁছে দিতে চান সকলের কাছে! তাহলে তাতে তিনি সফল।

 প্রত্যেকেই নিজের শিল্পীসত্তাকে প্রকাশ করতে আগ্রহী থাকেন এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। সম্প্রতি তেমনি মৌমিতা বিশ্বাস নিজের নাচের প্রতিভাকে কাজে লাগিয়ে পৌঁছে গিয়েছেন লাখো মানুষের কাছে।

আরও পড়ুন -  World Cup Trophy: বিশ্বকাপ ট্রফি বানাচ্ছে ইতালির এক পরিবার, ৫০ বছর ধরে

পরিচিত হয়েছেন নেটিজেনদের একাংশের মধ্যেও। তার নাচ দেখতে পছন্দ করেন অনেকেই। সোশ্যাল মিডিয়া বর্তমান প্রজন্মের কাছে উপার্জনের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে।

 যে ভিডিওর সূত্র ধরে নেটমাধ্যমে চর্চায় রয়েছেন মৌমিতা, সেই ভাইরাল হওয়া ভিডিওতে ‘ডান্স স্টার মৌ’কে টলিউডের জিৎ-কোয়েল অভিনীত অন্যতম জনপ্রিয় ছবি ‘শুভদৃষ্টি’র ‘ঐ আকাশ আমায় কাছে ডেকেছে’ গানটির সাথেই নৃত্য পরিবেশন করতে দেখা গিয়েছে। খোলা আকাশের নীচে, প্রকৃতির মাঝেই এই নাচের ভিডিওটি বানিয়েছেন তিনি। গানটির সাথে মানানসই সাজেও সেজে উঠেছিলেন মৌ। ভিডিওটি বানানোর সময় গ্রাম্য মেয়েদের মত উঁচু করে শাড়ি পরতেও দেখা গিয়েছে তাকে। লাল ফিতে সহযোগে মাথায় বেঁধেছিলেন দুটি বিনুনিও।

আরও পড়ুন -  Durga Pujo: কষা মাংস সামনে পুজো

১০ মাস আগে নিজের অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে নিজের নাচের এই ভিডিওটি শেয়ার করে নিয়েছিলেন মৌ। বর্তমানে এই ভিডিওটি ৬ লাখের কাছাকাছি মানুষ দেখে ফেলেছেন । প্রশংসাও করেছেন বহুজন, ভিডিওর কমেন্টবক্সে চোখ রাখলেই তার ঝলক মিলবে। তার শেয়ার করা কোন ভিডিওই নজর এড়ায় না নেটনাগরিকদের একাংশের।

আরও পড়ুন -  Viral Video: কোমর দোলালেন গৃহবধূ ভোজপুরি গানে, ভাইরাল ঝড়ের গতিতে ভিডিও