Two Planes Collide: দুই বিমানের মুখোমুখি সংঘর্ষ মাঝ আকাশে, নিহত ৬

Published By: Khabar India Online | Published On:

মাঝ আকাশে মুখোমুখি সংঘর্ষ হয় দুটি বিমানের যুক্তরাষ্ট্রে। সংঘর্ষের পরই মাটিতে ভেঙে পড়ে। ঘটনায় দুই বিমানের পাইলটসহ অন্তত ৬ জনের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করছে মার্কিন ফেডেরাল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন। শনিবার যুক্তরাষ্ট্রের টেক্সাসের ডালাস এগজেকিউটিভ বিমানবন্দরে ডালাসে কমমোমোরেটিভ এয়ার ফোর্স উয়িংয়ের এয়ার শোতে এই দুর্ঘটনা ঘটে। এয়ার শো চলাকালীন বোয়িং বি-১৭ বম্বার বিমানের সঙ্গে সংঘর্ষ হয় একটি ছোট বিমানের। ছোট বিমানটি ছিল বেল পি-৬৩ কিংকোবরা।

আরও পড়ুন -  US Midterm Elections: বাইডেন ও ট্রাম্পের দল হাড্ডাহাড্ডি লড়াইয়ে, মার্কিন মধ্যবর্তী নির্বাচন

এই দুর্ঘটনার ভিডিও প্রকাশ পেয়েছে সামাজিক মাধ্যমগুলোতে। ভিডিও দেখা যাচ্ছে, মাটি থেকে কিছুটা উপরেই উড়ছিল বি-১৭ বম্বার বিমান। বেল পি-৬৩ কিংকোবরা নামক একটি ছোট বিমান আসছিল বামদিক থেকে। ছোট বিমানটি বোয়িংয়ের বিমানের উপরে এসে ধাক্কা মারে। সঙ্গে সঙ্গে দুটি বিমানই মাটিতে ভেঙে পড়ে, আগুন ধরে যায় দুটি বিমানেই।

আরও পড়ুন -  Coromondol Express Accident: কোনো অপরাধীকে রেয়াত করা হবেনা, করোমন্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় পরিদর্শনে গিয়ে বললেনঃ মোদী

দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করা হয়েছে ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড ও এফএএ। মাটিতে ভেঙে পড়ার সঙ্গে সঙ্গে বিমানে আগুন ধরে যাওয়ায় ভিতরের যাত্রীদের বেঁচে থাকার সম্ভাবনা নেই বলেই মনে করা হচ্ছে। বিমানে কতজন যাত্রী ছিলেন, সে বিষয়েও এখনও জানা যায়নি।

আরও পড়ুন -  Three Countries: যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং অস্ট্রেলিয়া একজোট, চীনের বিরুদ্ধে

ডালাসের মেয়র এরিক জনসন বলেন, আপনারা অনেকেই দেখেছেন, এয়ার শো চলাকালীন আজ আমাদের শহরে এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ডালাস পুলিশ ডিপার্টমেন্ট ও দমকল বাহিনীর সহযোগিতায় ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড ঘটনার তদন্তের দায়িত্ব নিয়েছে।

সূত্রঃ এনডিটিভি।