Qatar World Cup: চূড়ান্ত দল ঘোষণা করলো স্পেন, বিশ্বকাপে ২৬ সদস্যের

Published By: Khabar India Online | Published On:

২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছেন স্পেন। এবার বিশ্বকাপ দলে জায়গা পাননি অভিজ্ঞ ডিফেন্ডার সার্জিও রামোসকে। শুক্রবার বিশ্বকাপ উপলক্ষে ২৬ সদস্যের দল ঘোষণা করেছেন স্পেনের কোচ লুইস এনরিক। প্রথমবারের মতো স্পেনের বিশ্বকাপ দলে সুযোগ পেয়েছেন বার্সেলোনার স্ট্রাইকার আনসু ফাতি।

আরও পড়ুন -  VIDEO: দুর্দান্ত নাচের পারফর্ম করে দর্শকদের হৃদয় জয় করলেন সুনিতা বেবি

স্পেনের ২৬ সদস্যের দল

গোলরক্ষক: উনাই সাইমন, রবার্ট সানচেজ ও ডেভিড রায়া।

ডিফেন্ডার: কারবাহাল, আজপিলিকুয়েটা, এরিক গার্সিয়া, গুইলামোন, পাউ টরেস, আইমেরিক ল্যাপোর্টে, আলবা এবং গায়া।

আরও পড়ুন -  Rishabh -Urvashi: ঊর্বশী রাউতেলার কী বললেন? ঋষভ পন্থ দূর্ঘটনার কবলে

মিডফিল্ডার: সার্জিও বুস্কেটস, রদ্রি, গাভি, কার্লোস সোলার, মার্কোস লরেন্টে, পেদ্রি ও কোকে।

ফরোয়ার্ড: ফেররান তোরেস, নিকো উইলিয়ামস, ইয়েরেমি পিনো, আলভারো মোরাতা, মার্কো অ্যাসেনসিও, সারাবিয়া, দানি ওলমো এবং আনসু ফাতি। ছবিঃ সংগৃহীত।

আরও পড়ুন -  Argentina-France Final: তিন ছকে প্র্যাকটিস আর্জেন্টিনার, ফ্রান্সকে ধোকা