Bipasha Bose: মা হলেন বিপাশা বসু, ৪৩ বছর বয়সে

Published By: Khabar India Online | Published On:

৪৩ বছর বয়সে মা হলেন বলিউড অভিনেত্রী অভিনেত্রী বিপাশা বসু। শনিবার (১২ নভেম্বর) কন্যাসন্তানের জন্ম দিলেন অভিনেত্রী। অভিনেতা করণ সিংহ গ্রোভারের সঙ্গে বিয়ের ছয় বছরের মাথায় মা হলেন বিপাশা।অন্তঃসত্ত্বা হওয়ার খবর সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছিলেন অভিনেত্রী। ইনস্টাগ্রামে করণের সঙ্গে জোড়া ছবি শেয়ার করে এই সুসংবাদ দিয়েছিলেন বিপাশা। ইনস্টাগ্রামে লিখেছিলেন, ‘জীবনে একটা নতুন সময় আসতে চলেছে। নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে। জীবনের প্রিজমে একটা নতুন স্বতন্ত্র আলোক রেখা যোগ হতে চলেছে। আমরা যা ছিলাম, তার থেকে আরও একটু বেশি পরিপূর্ণ হতে চলেছি।’

আরও পড়ুন -  Kisi Ka Bhai Kisi Ka Jan: দর্শকমহলে প্রতিক্রিয়ায় হতাশার ছাপ! ‘কিসিকা ভাই কিসিকা জান’ দেখে

উল্লেখ্য, ২০১৫ সালে ‘অ্যালোন’ সিনেমায় একসঙ্গে কাজ করার সময়ই নাকি করণের প্রেমে পড়েন বিপাশা। ২০১৬ সালে বিয়ে করেন। প্রথমবারের মতো তাদের ঘরে এলো নতুন মানুষ।

আরও পড়ুন -  Urvashi Rautela: এক কোটি নেবেন উর্বশী, প্রতি মিনিটে!