Janhvi Kapoor: জাহ্নবী অনুশীলন চালিয়ে যাচ্ছেন হেলমেট পরে, ক্রিকেট মাঠে, কেন?

Published By: Khabar India Online | Published On:

 জাহ্নবী কাপুর হেলমেট পরে ক্রিকেট মাঠে অনুশীলন চালিয়ে যাচ্ছেন। প্রথম ক্রীড়ামূলক ছবি ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’তে ক্রিকেটারের ভূমিকায় দেখা যাবে এই অভিনেত্রীকে। ইতোমধ্যে অনুশীলনে ব্যস্ত হয়ে পড়ছেন  নায়িকা। চরিত্রের জন্য যা কিছু করতে হয় তার সবই করছেন। সম্প্রতি খেলার মাঠে হেলমেট পরা অনুশীলনের ছবি প্রকাশ করেছেন জাহ্নবী।

আরও পড়ুন -  Janhvi-Sara: জাহ্নবী কাপুর নগ্ন হয়ে স্নান করেছিলেন, সারার সামনে !

‘চাকদহ এক্সপ্রেস’-এ ঝুলন গোস্বামীর চরিত্রে অভিনয় করতে অনুষ্কা শর্মা যেভাবে নিজেকে তৈরি করেছেন, তার কাছাকাছি লড়াই করতে দেখা যাচ্ছে মিসেস মাহি হয়ে উঠতে চাওয়া জাহ্নবীকেও। এক সাক্ষাৎকারে ‍তিনি বলেন, ‘আমি জানি, আর একটা মনে রাখার মতো অভিজ্ঞতা হতে চলেছে। ইতোমধ্যে ক্রিকেট অনুশীলন করতে গিয়ে দু’বার কাঁধের হাড় সরে গিয়েছে!’

আরও পড়ুন -  Jahnavi Kapoor: বাড়ছে রুপের জেল্লা, শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুর, কী ডায়েট মেনে চলেন

‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’ ছবির প্রযোজনা করছেন কর্ণ জোহর, যিনি জাহ্নবীর প্রথম ছবি ‘ধড়ক’-এরও প্রযোজক ছিলেন। পরিচালনায় শরণ শর্মা, যিনি এর আগে ‘গুঞ্জন স্যাক্সেনা’তেও জাহ্নবীর সঙ্গে কাজ করেছেন।

আরও পড়ুন -  বয়ফ্রেন্ডের সঙ্গে ঘনিষ্ঠ হলেন, ছোট পোশাকে পরে Janhvi Kapoor, চমকে যাবেন অভিনেত্রীর পার্টির ছবি দেখলে

ক্রীড়ামূলক এই ছবি ছাড়াও নিতেশ তিওয়ারির ‘বাওয়াল’-এর কাজ চলছে।

জাহ্নবী জানান, সেটি তার জীবনের এখনও অবধি খুব গুরুত্বপূর্ণ কাজ। বরুণ ধওয়ানের মতো তারকার সঙ্গে শুটিং করার অভিজ্ঞতা বড় পাওয়া।