Turkey: ৮ শিশুসহ ৯ জনের মৃত্যু, তুরস্কে অগ্নিকাণ্ড

Published By: Khabar India Online | Published On:

 বুরসা নগরীর একটি বাড়িতে অগ্নিকাণ্ডে ঘটনা ঘটেছে তুরস্কে। কমপক্ষে নয়জন মারা গেছেন বলে জানা গেছে। নিহতদের মধ্যে আটজনই শিশু। বুধবার (০৯ নভেম্বর) নগর কর্তৃপক্ষ এই কথা জানিয়েছে। খবর সিনহুয়ার।

সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে জানা যায়, বুধবার রাতে জরুরি টেলিফোন কলে সাড়া দিয়ে দমকল কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ও মৃতদেহগুলো উদ্ধার করে। সবাই এক পরিবারের সদস্য। তারা রাতে ঘুমিয়ে থাকার সময় বাড়িতে আগুন ধরে যায়।

আরও পড়ুন -  Evin Prison: আগুনের ঘটনায় নিহত ৪, ইরানের এভিন কারাগারে

কর্তৃপক্ষের দেয়া তথ্য অনুযায়ী, মর্মান্তিক এই অগ্নিকাণ্ডের শিকার হওয়া পরিবারটি সিরীয়। নিহতদের মধ্যে ছয় ভাইবোন, তাদের মা ও দুই কাজিন রয়েছে। শিশুদের কারো বয়স ১১ বছরের বেশি না।

আরও পড়ুন -  BSNL-এর গ্রাহকদের জন্য ভালো খবর, এখন ৮৪ দিনের প্ল্যানের সঙ্গে পাবেন অনেক বেশি ডেটা

স্থানীয়রা জানিয়েছেন, পরিবারটি প্রায় এক মাস আগে ওই বাড়িতে বসবাসের জন্য উঠে। এর আগে বুরসা শহরের অন্য প্রান্তে বসবাস করতো।

স্থানীয় গভর্নরের দপ্তর জানায়, প্রাথমিক খবরে জানা গেছে পরিবারটি ঘুমিয়ে থাকার সময় স্টোভ হিটার থেকে আগুনের সূত্রপাত। আরও বিস্তারিত জানতে তদন্ত চলছে।

আরও পড়ুন -  বাংলার এক গ্রামে সূর্যের অপূর্ব দৃশ্য

তুরস্কে প্রায় চার লাখ সিরীয় শরণার্থী রয়েছে। সিরিয়ায় দীর্ঘদিন ধরে গৃহযুদ্ধ চলায় তারা দেশ ছেড়ে অভিবাসী হিসেবে বসবাস করছিলেন। ছবিঃ সংগৃহীত।