Password Attacks: পাসওয়ার্ড অ্যাটাকের ঘটনা, বিশ্বে বাড়ছে

Published By: Khabar India Online | Published On:

 ৯২১টি পাসওয়ার্ড অ্যাটাক হচ্ছে বিশ্বে প্রতি সেকেন্ডে বলে জানিয়েছে, প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফট। মানবচালিত র‍্যানসামওয়্যার অ্যাটাকারদের অন্যতম হাতিয়ার।

মাইক্রোসফটের ‘ডিজিটাল ডিফেন্স রিপোর্ট ২০২২’-এ বলা হয়েছে, প্রতিদিনই নতুন নতুন প্রযুক্তি আবিষ্কার হচ্ছে। যার কারণে পাসওয়ার্ড অ্যাটাক বাড়ছে জটিলতা। চলতি বছরের মে মাস পর্যন্ত যাবতীয় তথ্যে দেখা গেছে, রিমোট ম্যানেজমেন্ট ডিভাইসে আক্রমণ বাড়ছে। গত মে মাসেই অ্যাটাক হয়েছে ১০ লাখ। গত এক বছরে পাসওয়ার্ড অ্যাটাকের পরিমাণ ৯৪ শতাংশ বেড়েছে। সমীক্ষায় বলা হয়, নিজের প্রযুক্তিগত ক্ষমতা ব্যবহার করে তারা ক্রিপ্টোকারেন্সির খনিতেও হাত বাড়াচ্ছে। র‍্যানসামওয়্যারের মাধ্যমে অন্তত এক তৃতীয়াংশ পাসওয়ার্ড অ্যাটাক হয়ে থাকে।

আরও পড়ুন -  সিনেমা প্রেমীদের জন্য মুক্তি পেল "পাগলী তোর জন্য"

 দূরে থাকতে সবচেয়ে বেশি কার্যকরী প্রতিকার হচ্ছে মাল্টিফ্যাক্টর অথেনটিকেশন। বারবার সিকিউরিটি প্যাচ, নেটওয়ার্কের মধ্যে সহজে বিশ্বাস করার রাস্তায় না হাঁটারও পরামর্শ দিচ্ছে সমীক্ষার পর্যবেক্ষণ।

মাইক্রোসফট বলছে, এই সমস্যা থেকে বের হতে সংস্থাটি এখন পর্যন্ত ১০ হাজার ডোমেইন বাতিল করেছে। প্রতিকী ছবি।

আরও পড়ুন -  Karim Benzema: মাদ্রিদকে বেনজেমা বিদায় বললেন, ১৪ বছর পর