US Midterm Elections: বাইডেন ও ট্রাম্পের দল হাড্ডাহাড্ডি লড়াইয়ে, মার্কিন মধ্যবর্তী নির্বাচন

Published By: Khabar India Online | Published On:

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ ও সিনেটে মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার। চলছে ভোট গণনা। নির্বাচনের আগে বিভিন্ন সমীক্ষায় প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টি এগিয়ে থাকতে দেখা গেলেও বেসরকারি ভাবে কয়েকটি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে দেখা গেছে, নির্বাচনে কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ পেতে রিপাবলিকান ও ডেমোক্রেটদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে।

আরও পড়ুন -  Neel-Trina: মুখ্যমন্ত্রীর থেকে স্পেশাল উপহার পেলেন নীল ভট্টাচার্য ও তৃণা সাহা

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদন অনুযায়ী, মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সেনেটে রিপাবলিকান ও ডেমোক্রেটদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চললেও নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টি সামান্য এগিয়ে। পিছিয়ে আছে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের দল ডেমোক্র্যাটিক পার্টি।

শেষ খবর পাওয়া পর্যন্ত প্রতিনিধি পরিষদের ৪৩৫টি আসনের মধ্যে ৩৭১টি আসনের ফলাফল পাওয়া গেছে।  ডেমোক্র্যাটসরা পেয়েছে ১৭৩টি আসন, রিপাবলিকানরা পেয়েছে ১৯৮টি আসন। প্রতিনিধি পরিষদে সংখ্যাগরিষ্ঠতা পেতে হলে কমপক্ষে ২১৮টি আসনে জয় পেতে হবে।

আরও পড়ুন -  Missiles: ক্ষেপণাস্ত্র ছুড়লো যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়াকে জবাব দিতে

উচ্চকক্ষ সিনেটে রিপাবলিকান ও ডেমোক্রেটদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। শেষ খবর পাওয়া পর্যন্ত প্রতিনিধি পরিষদের ১০০টি আসনের মধ্যে ৯৫টি আসনের ফলাফল পাওয়া গেছে। ডেমোক্র্যাটসরা পেয়েছে ৪৮টি আসন, রিপাবলিকানরা পেয়েছে ৪৭টি আসন। সংখ্যাগরিষ্ঠতা পেতে ১০০টি আসনের মধ্যে কমপক্ষে ৫১টি আসনে জয় পেতে হবে।

আরও পড়ুন -  লাইনে দাঁড় করিয়ে গুলি তিন ছেলেকে, হত্যা করলেন বাবা

 পার্লামেন্টের প্রতিনিধি ছাড়াও এদিন বেশ কয়েকটি রাজ্যে গভর্নরেরও নির্বাচন হয়েছে। ফ্লোরিডা, জর্জিয়া, পেনসিলভেনিয়া, অ্যারিজোনার মতো রাজ্যগুলিতে ভোটগ্রহণ শেষ হয়ে গেছে। ফাইল ছবি।