Palak Muchhal Married: সংগীতশিল্পী পলক মুচ্ছাল বিয়ে করলেন

Published By: Khabar India Online | Published On:

 বলিউডের জনপ্রিয় সংগীত জুটি পলক মুচ্ছাল ও মিথুন শর্মা অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন। দীর্ঘ প্রেমের পর গত রবিবার মুম্বাইতে গাঁটছড়া বাঁধেন।

‘আশিকি টু’ ছবিতে মিথুনের সুর ও পলকের সুরেলা কণ্ঠ সবাইকে মোহিত করেছিল। এই জুটি একাধিক হিট গান উপহার দিয়েছেন। কাজের সূত্রে তাদের ঘনিষ্ঠতা ক্রমে বাড়ে। সংগীত ভ্রমণে পলক ও মিথুনের সম্পর্ক আরও গভীর হয়। কিছু বছর চুপিসারে প্রেম করছিলেন। বেশি দিন তারা প্রেমের উপাখ্যান গোপন রাখতে পারেননি। সংগীত দুনিয়ায় পলক ও মিথুনের প্রেম নিয়ে নানা খবর উড়ে বেড়াত। অবশেষে তাদের সম্পর্ক নতুন পরিচয় পেল।

আরও পড়ুন -  Rukmini Maitra: টপাটপ রসগোল্লা মুখে পুড়ছেন রুক্মিণী মৈত্র, বিজয়া মানেই মিষ্টি মুখ
পলক মুচ্ছাল ও মিথুন শর্মা

পলক ও মিথুনের বিয়েতে আত্মীয়স্বজন ছাড়া সংগীত দুনিয়ার অনেকে উপস্থিত ছিলেন। বিয়ের পর তারা এক জমকালো পার্টির আয়োজন করেছিলেন।

গায়ক জাভেদ আলী, সোনু নিগম সপরিবার এ অনুষ্ঠানে হাজির ছিলেন। এই রাতে বিনোদন দুনিয়া থেকে দেখা গিয়েছিল রুবেনা দিলেইক, অভিনব শুক্লা, স্মৃতি মন্দানা, কৈলাশ খের, নীতি মোহন, পার্থ সমথান, আরমান মালিক, রশমি দেশাই এবং ভূষণ কুমারসহ অনেককে।

আরও পড়ুন -  Rose Jam: চিনি ছাড়া মজাদার গোলাপ জাম

সালমান খান, জ্যাকি শ্রফ, এ আর রহমানসহ আরও অনেক বিটাউন তারকাকে নাকি তারা আমন্ত্রণ জানিয়েছিলেন। পলক এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন যে, তার সংগীত ক্যারিয়ারের পেছনে সালমান খানের অনেক বড় ভূমিকা আছে।

আরও পড়ুন -  Suu Kyi: সু চির আপিল নাকচ

পলক ও মিথুনের বিয়ের ছবি এ মুহূর্তে নেট দুনিয়াকে উষ্ণ করে তুলেছে। সবাই নবদম্পতিকে ভালোবাসা ও শুভকামনায় ভরিয়ে দিচ্ছেন। তারা একে–অপরকে পেয়ে অত্যন্ত খুশি।

পলক বিয়ের বেশ কিছু রোমান্টিক ছবি তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করেছেন। ছবির ক্যাপশনেও আছে ভালোবাসার ছোঁয়া। এই গায়িকা লিখেছেন, ‘আজ আমরা চির জীবনের জন্য এক হলাম। আমাদের নতুন পথচলা শুরু হলো।’