Twitte Blue Tick: ৫ দেশে চালু হচ্ছে, টুইটারে ‘ব্লু’ টিক

Published By: Khabar India Online | Published On:

 ৫ দেশে ‘ব্লু টিক’ সুবিধা চালু করছে টুইটার।

 আইওএস অ্যাপ হালনাগাদ করেছে খুদে ব্লগ লেখার সাইটটি বলে জানিয়েছে এনডিটিভি।

টুইটারের নতুন সংস্করণ নামিয়ে মাসে আট ডলার খরচ করলেই নিজেদের অ্যাকাউন্টের পাশে ‘ব্লু টিক’ যুক্ত করতে পারবেন টুইটার ব্যবহারকারীরা।

টুইটার জানিয়েছে, প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও কানাডায় বসবাসকারী আইফোন ব্যবহারকারী এই সুযোগ পাবেন। শিগগিরই অন্য দেশে সুবিধা পাওয়া যাবে। অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা যন্ত্রে কবে এই সুবিধা চালু হবে, সে বিষয়ে কোনো তথ্য জানায়নি সাইটটি।

আরও পড়ুন -  Aadhaar Card Update: আধার কার্ড আপডেট, শুধুমাত্র একবারই পরিবর্তন করা যাবে এই গুরুত্বপূর্ণ তথ্য, জেনে নিন বিস্তারিত

ব্লু টিক গ্রাহকদের স্বচ্ছন্দে টুইটার ব্যবহারের সুযোগ দিতে বিজ্ঞাপন কম দেখানো হবে। শুধু তা–ই নয়, টুইটারের নতুন বিভিন্ন সুবিধাগুলো সবার আগে পরখ করার পাশাপাশি বড় আকারে ভিডিও–ও পোস্ট করা যাবে। শুধু তা–ই নয়, ব্লু টিক ব্যবহারকারীদের করা টুইট, বেশিসংখ্যক টুইটার ব্যবহারকারীর কাছে দেখাবে টুইটার।

আরও পড়ুন -  সতর্কতা হাওয়া অফিসের, ধেয়ে আসছে তোলপাড় করা বৃষ্টি, বাংলায়

আট ডলারের বিনিময়ে ব্লু টিক ব্যবহারের বিষয়ে অনেক টুইটার ব্যবহারকারীই নিজেদের অসন্তুষ্টি প্রকাশ করেছেন। তাই অর্থের বিনিময়ে ব্লু টিক ব্যবহারের যৌক্তিকতা তুলে ধরতে সম্প্রতি নিজের টুইটার অ্যাকাউন্টে কার্টুনের মাধ্যমে বিশেষ ধরনের প্রচারণা চালিয়েছেন টুইটারের নতুন মালিক প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক। প্রতীকী ছবি।

আরও পড়ুন -  Elon Musk Plans: ইলন মাস্কের পরিকল্পনা, টুইটারের অর্ধেক কর্মী ছাঁটাইয়ের