T20 World Cup-২০২২: শেষ চারে পৌঁছে গেলো ভারত

Published By: Khabar India Online | Published On:

শিখা দেবঃ   শেষ চারে পৌঁছে গেলো ভারত।

শেষ চারে খেলবার ছাড়পত্র ভারত পেয়ে গেলো। টি ২০ বিশ্বকাপ ক্রিকেট প্রতিযোগিতার সুপার১২র শেষ খেলায় জিম্বাবোয়ে দলকে ৭১ রানে হারিয়ে সেমি ফাইনালে পৌঁছে গেলো। টসে জিতে ভারত প্রথমে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ১৮৬ রান করে।

আরও পড়ুন -  রিলিজ করেছে আবার উত্তেজনাময় ওয়েব সিরিজ, একলার দেখার জন্য পারফেক্ট (Updated)

রবিবার কে এল রাহুল ও সূর্য শেখর যাদব দারুন ব্যাট করেন। কোহলি ভালো সঙ্গ দেন। রাহুলের ব্যাট থেকে ৫১ আর সুর্যের ব্যাটে আসে ৬১রান। ভারতের রান তাড়া করতে নেমে জিম্বাবোয়ের ব্যাটসম্যানরা শক্ত হাতে ব্যাট করতে সাহস পান নি। তাদের ইনিংস শেষ হয় ১১৫ রানে। ভারতের বোলারদের দাপট ছিলো দেখার মত। শেষ চারে ভারতের সামনে ইংল্যান্ড। গতবার ভারতকে গ্রুপ পর্ব শেষে বিদায় নিতে হয়েছিল। আগামী বৃহস্পতিবার ভারত ও ইংল্যান্ডের খেলা।

আরও পড়ুন -  KaliPujo-2022: মধ্যবিত্তের জন্য সুখবর, কমলো সোনার দাম, কালীপুজোর আগে

সৌজন্যে।