Steamed Pita: ভাপা পিঠে, হালকা শীতের মিষ্টি সকালে, ছুটির দিনে

Published By: Khabar India Online | Published On:

সবে হালকা শীতের আমেজ, ছুটির দিনে মিষ্টি সকালে হালকা ভাপা পিঠে হলে কেমন হয়। ঘরেই তৈরি করুন নতুন গুড়ের ভাপা পিঠে।

 রেসিপি

যা লাগবেঃ

চালের গুঁড়ো ৪ কাপ। জল পরিমাণমতো। নারিকেল কোরানো ২ কাপ। খেজুরের গুড় দেড় কাপ। লবণ সামান্য।

আরও পড়ুন -  Dance Video: প্রশংসায় ভড়িয়ে দিলেন মানুষ, দুর্দান্ত বেলি নাচ এই নৃত্যশিল্পীর, ‘জারা জারা’র তালে

 তৈরি করবেনঃ

প্রথমে চালের গুঁড়া একটু লবণ ও হালকা গরম জল দিয়ে মেখে চালুনি দিয়ে চেলে নিতে হবে।

ছোট বাটিতে প্রথমে চালের গুঁড়ো,তারপর গুড় দিন। এরপর নারিকেল দিয়ে আবার চালের গুঁড়ো দিয়ে ঢেকে দিন।

আরও পড়ুন -  জাতীয় ইস্পাত নীতি

পাতলা সাদা কাপড় দিয়ে পিঠেটা মুড়ে ভাপা পাত্রের জল ফুটে উঠলে তার ওপরে বসিয়ে দিয়ে বাটিটি উঠিয়ে নিয়ে পিঠেটা কাপড় দিয়ে ভালো করে ঢেকে রাখুন।

আরও পড়ুন -  Sunil Gavaskar: মন্তব্য করলেন গাভাস্কর, ‘সে প্রস্তুত, এখন যথেষ্ট সুযোগ দিতে হবে’, যশস্বী জসওয়াল

ওপরে ঢাকনা দিয়ে দিন। চার মিনিট পর পিঠে নামিয়ে ফেলুন। হয়ে গেল গরম ভাপা পিঠে। ছবিঃ সংগৃহীত।