Tasnia Farin: কলকাতায় মুক্তি পাবে ফারিণের সিনেমা, ডিসেম্বর

Published By: Khabar India Online | Published On:

মোস্তফা সরয়ার ফারুকীর ওয়েব সিরিজ ‘লেডিস অ্যান্ড জেন্টেলমেন’-এ সাবিলা চরিত্রে অভিনয় করে প্রশংসিত তাসনিয়া ফারিণ। এই সিরিজ থেকেই ফারিণ সুযোগ পেয়েছেন কলকাতায়। নির্মাতা অতনু ঘোষের সিনেমায়।

সম্প্রতি প্রকাশিত হয়েছে ‘আরো এক পৃথিবী’ নামের সেই সিনেমার পোস্টার।

আরও পড়ুন -  December 31: যাদের জন্ম-মৃত্যু, এই দিনে

পরিচালক অতনু ঘোষ ফেসবুকে ছবিটি পোস্ট করে জানিয়েছেন, আগামী ২ ডিসেম্বর এ কলকাতায় প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

সিনেমাটির সম্পর্কে পরিচালক লেখেন, লন্ডনের মাটিতে পৃথিবীর নানা প্রান্তের মানুষ,খোদ ব্রিটিশ, আমেরিকান, আফ্রিকান, অ্যারাবিয়ান, কোরিয়ান, চাইনিজ, রাশিয়ান আর চারজন ভারতীয়, বাঙালি! তারা চেনা হয়েও অচেনা! তাদের মনের গভীরে এমন কিছু ডিজায়ার ও সিক্রেট রয়েছে, যার নাগাল পাওয়া ভার! যাহোক, আপাতত প্রাথমিক পরিচয়পর্ব।

আরও পড়ুন -  Tasnia Farin: কান্নায় ভেঙে পড়লেন তাসনিয়া ফারিণ প্রকাশ্য রাস্তায় ফেসবুক লাইভে

চারজন প্রবাসী বাঙালির জীবনকাহিনি নিয়ে নির্মিত হচ্ছে ‘আরো এক পৃথিবী’। ফারিণ ছাড়াও অভিনয় করেছেন কৌশিক গাঙ্গুলি, অনিন্দিতা বোস ও সাহেব চ্যাটার্জি।

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ ২০২১ সালে ওটিটিতে অভিষেকেই নজর কাড়েন তিনি। ছবিঃ সংগৃহীত।

আরও পড়ুন -  Sushant Girlfriend: সুশান্তের প্রেমিকা বিয়ে করছেন ডিসেম্বরেই