Murder of Journalists: সাংবাদিক হত্যার বিচার হয় না বেশিরভাগঃ ইউনেস্কো

Published By: Khabar India Online | Published On:

ইউনেস্কো বুধবার এক প্রতিবেদনে জানিয়েছে, সারা বিশ্বে সাংবাদিকদের হত্যার সিংহভাগই বিচার হয় না।

ইউনেস্কোর প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বের ৮৬ শতাংশ সাংবাদিক হত্যার বিচার হয় না। সাংবাদিক হত্যার জন্য বিশ্বব্যাপী অনাক্রম্যতার হারকে ‘ভয়াবহভাবে উচ্চ’ বলে অভিহিত করেছে সংস্থাটি।

সাংবাদিকদের বিরুদ্ধে সংঘটিত অপরাধ সঠিকভাবে তদন্ত ও তাদের অপরাধীদের চিহ্নিত এবং দোষী সাব্যস্ত করা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছে ইউনেস্কো।

আরও পড়ুন -  শুটিং শুরু করতে পেরে আনন্দে উচ্ছ্বসিত অঙ্কুশ ! রইলো ভিডিও

 গত দশকের চেয়ে সাংবাদিক হত্যার দায়মুক্তির হার ৯ শতাংশ কমে যাওয়ার বিষয়টিকে স্বাগত জানিয়েছে ইউনেস্কো।

ইউনেস্কোর মহাপরিচালক অড্রে আজোলে এক বিবৃতিতে বলেছেন, অমীমাংসিত সংখ্যক মামলা থাকলে মত প্রকাশের স্বাধীনতা রক্ষা করা যায় না। তিনি জানান, তদন্তমূলক প্রতিবেদনে প্রভাব খাটায় অপরাধীরা।

আরও পড়ুন -  Anirban Bhattacharya: অভিনেতার বিরুদ্ধে অভিযোগ, অনির্বাণ ভট্টাচার্য বিশ্বাসঘাতকতা করেছেন

ইউনেস্কোর প্রতিবেদন অনুসারে, ২০২০ ও ২০২১ সালে সারা বিশ্বে ১১৭ সাংবাদিককে কাজ করার সময়ে এবং ৯১ জনকে কজের বাইরে থাকার সময় হত্যা করা হয়েছে। বেশ কয়েকজনকে পরিবার ও সন্তানদের সামনে হত্যা করা হয়েছে।

আরও পড়ুন -  Durga Pujo-2022: সুদূর জার্মানির রাজধানী বার্লিনেও মেতেছে দুর্গাপূজোয় বাঙালিরা

ইউনেস্কো বলেছে, তারা জাতীয় গণমাধ্যম আইন ও নীতি প্রণয়ন এবং বাস্তবায়নের জন্য তারা বিভিন্ন দেশের সঙ্গে কাজ করছে। একইসঙ্গে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা তদন্তের জন্য বিভিন্ন দেশের বিচারক ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদেরও প্রশিক্ষণ দিচ্ছে সংস্থাটি।

সূত্রঃ এএফপি, এনডিটিভি। প্রতিকী ছবি। জাতিসংঘ।