Ishika Khan: ঈশিকা আবারও মা হয়েছেন, যুক্তরাজ্যের একটি হাসপাতালে

Published By: Khabar India Online | Published On:

অভিনেত্রী ঈশিকা খান তৃতীয় সন্তানের মা হলেন। সোমবার (৩১ অক্টোবর) রাতে যুক্তরাজ্যের একটি হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দেন। মা-ছেলে দুজনেই সুস্থ আছেন।

ঈশিকা মঙ্গলবার (১ নভেম্বর) সকালে তার ফেসবুক পেজে নবজাতকের একটি ছবি পোস্ট করে আনন্দের খবরটি জানিয়েছেন।

 অভিনেত্রী ফেসবুক পোস্টে লেখেন ‘সর্বশক্তিমান আল্লাহর রহমতে আমরা তৃতীয় সন্তানকে আশীর্বাদ হিসেবে পেয়েছি। ৩১ অক্টোবর রাত ১টা ৩৮ মিনিটে আমাদের তৃতীয় পুত্র জন্ম নিয়েছে। আমি ও বেবি দুজনেই ভালো আছি। যারা প্রেগন্যানসির পুরো সময়টা আমাদের জন্য দোয়া করেছেন তাদের সবাইকে ধন্যবাদ। এমন আনন্দ উপহার দেওয়ার জন্য আল্লাহকে অসংখ্য ধন্যবাদ।’

আরও পড়ুন -  দাম কমলো সোনা ও রুপার উৎসবের মরশুমে, আজকে সোনা রুপার লেটেস্ট দাম, GOLD RATES

২০১৬ সালের ৩১ মার্চ পারিবারিক আয়োজনের মধ্য দিয়ে লন্ডন প্রবাসী কায়সার খানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন ঈশিকা খান। বিয়ের পর স্বামীর সঙ্গে যুক্তরাজ্যে পাড়ি জমান অভিনেত্রী। ঈশিকা তার স্বামী-সন্তান নিয়ে ব্রিটেনের দক্ষিণ লন্ডনের সাটন শহরে বসবাস করছেন।

আরও পড়ুন -  Yash-Nusrat: যশ-নুসরত, দুধের সন্তান ঈশানকে রেখে, থাইল্যান্ডে হাতি-বাঘের সঙ্গে সময় কাটাচ্ছেন

এক সময় অভিনয়ের পাশাপাশি বিজ্ঞাপনের মডেল ও উপস্থাপক হিসেবেও প্রশংসিত ছিলেন ঈশিকা খান।

অমিতাভ রেজার নির্দেশনায় তিনি প্রথম ‘রবি’র একটি বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেন। শহীদ-উন নবীর নির্দেশনায় ‘প্রেমবাজ তেলবাজ’ নাটকে প্রথম অভিনয় করেন।

আরও পড়ুন -  Battlefield Ukraine: যুদ্ধক্ষেত্র ইউক্রেন থেকে ঘরে ফিরলেন, আসানসোল রেল পারের বাসিন্দা সাহলিন সাজিদ