বিশ্বকাপে টিকে থাকার লড়াইয়ে আজ মাঠে নেমেছে অস্ট্রেলিয়া ও আয়ারল্যান্ড। এই সমীকরণে আইরিশদের বিপক্ষে টস হেরে প্রথমে ব্যাটিং করছে অস্ট্রেলিয়া।
সোমবার (৩১ অক্টোবর) ব্রিসবেনের গ্যাবায় আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের গুরুত্বপূর্ণ ম্যাচটি শুরু হয়েছে।
অস্ট্রেলিয়া তাদের একাদশে একটি পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে। সম্প্রতি করোনায় আক্রান্ত হওয়া অ্যাডাম জাম্পা একাদশে ফিরেছেন স্পিনার অ্যাস্টন আগারের জায়গায়। আইরিশরা তাদের একাদশে কোনো পরিবর্তন নিয়ে আসেনি।
অস্ট্রেলিয়া একাদশ: ডেভিড ওয়ার্নার, অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টোইনিস, টিম ডেভিড, ম্যাথু ওয়েড (উইকেটকিপার), প্যাট কামিন্স, অ্যাডাম জাম্পা, মিচেল স্টার্ক ও জশ হ্যাজেলউড।
আয়ারল্যান্ড একাদশ: পল স্টার্লিং, অ্যান্ড্রু বালবির্নি (অধিনায়ক), লোরকান টাকার (উইকেটকিপার), হ্যারি টেক্টর, কার্টিস ক্যাম্পফার, জর্জ ডকরেল, গ্যারেথ ডেলানি, মার্ক অ্যাডায়ার, ফিওন হ্যান্ড, জোশুয়া লিটল ও ব্যারি ম্যাকার্থি। ছবিঃ সংগৃহীত।