ক্ষতিপূরণ হিসেবে বেশ বড় অঙ্কের অর্থ পাচ্ছেন সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারের প্রধান নির্বাহী কর্মকর্তাসহ (সিইও) চাকরিচ্যুত তিন কর্মকর্তা।
সবমিলিয়ে ১০ কোটি ডলারের বেশি অর্থ পাবেন। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।
টুইটারের চাকরির নিয়ম বিশ্লেষণ করে ব্লুমবার্গ বলছে, চাকরিচ্যুত প্রধান নির্বাহী কর্মকর্তা পরাগ আগারওয়াল পাবেন প্রায় ৪২ থেকে ৫০ মিলিয়ন ডলার, প্রধান আর্থিক কর্মকর্তা নেড সেগাল প্রায় ৩৭ মিলিয়ন ডলার ও নীতিবিষয়ক প্রধান বিজয়া গাড্ডে প্রায় ১৭ মিলিয়ন ডলার পাবেন। সঙ্গে স্বাস্থ্যবীমা বাবদ তারা প্রত্যেকে প্রায় ৩১ হাজার ডলার অর্থ পাবেন।
উল্লেখ্য, চলতি বছর এপ্রিলে ৪৪ বিলিয়ন ডলার দিয়ে টুইটার কেনার ঘোষণা করেছিলেন ইলন মাস্ক। টুইটারে অনুমানের থেকেও কয়েকগুণ বেশি ভুয়ো অ্যাকাউন্ট রয়েছে দাবি করে সেই সিদ্ধান্ত থেকে সরে আসেন তিনি। চলতি মাসের শুরুতে ফের টুইটার কেনার সিদ্ধান্তে ফিরে আসেন। বৃহস্পতিবার (২৮ অক্টোবর) চার হাজার ৪০০ কোটি ডলার দিয়ে টুইটার কিনে নেন তিনি। তারপর তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত করেন ইলন।