তৃতীয় ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নেমেছে টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান। এদিন টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন ডাচ অধিনায়ক স্কট এডওয়ার্ডস।
আগের দুই ম্যাচে ভারত ও জিম্বাবুয়ের বিপক্ষে পরাজয়বরণ করে পাকিস্তান। এই ম্যাচটি বাবরদের জন্য বেশ গুরুত্বপূর্ণ।
নেদারল্যান্ডসও হেরেছে তাদের প্রথম দুই ম্যাচে। সেমির সম্ভাবনা টিকিয়ে রাখতে হলে জয়ের কোনো বিকল্প নেই পাকিস্তান এবং নেদারল্যান্ডসের।
পাকিস্তান একাদশে এসেছে একটি পরিবর্তন। হায়দার আলির পরিবর্তে দলে এসেছেন ফখর জামান। অন্যদিকে তিনটি পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে নেদারল্যান্ডস।
শেষ খবর পাওয়া পর্যন্ত ৩ উইকেট হারিয়ে ৩০ রান সংগ্রহ করেছে নেদারল্যান্ডস।
পাকিস্তান একাদশ
বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, ফখর জামান, ইফতেখার আহমেদ, শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, শান মাসুদ, শাদাব খান, হারিস রউফ, ওয়াসিম জুনিয়র ও মোহাম্মদ নওয়াজ।
নেদারল্যান্ডস একাদশ
ম্যাক্স ও’ডাউড, বাস ডি লিডি, টম কুপার, কলিন অ্যাকারম্যান, স্কট এডওয়ার্ড, টিম প্রিংল, ফ্রেড ক্লাসেন, পল মিকিরেন,বেন্ডন গ্লোভার, স্টিফেন, ও রুলেফ ভ্যান ডার মিরি। ছবিঃ সংগৃহীত।