Palak Muchhal: গায়িকা পলক মুচ্ছল বিয়ের পিড়িতে বসছেন, চিনে নিন পাত্র কে?

Published By: Khabar India Online | Published On:

দীপাবলীর পার্টিতে আদিত্য রায় কাপুর (Aditya Roy Kapoor) ও অনন্যা পান্ডে (Ananya Pandey)কে একসাথে সময় কাটাতে দেখে বলিউডে জোর গুঞ্জন। কিন্তু সকলকে অবাক করে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন নতুন জুটি।

তাঁরা হলেন পলক মুচ্ছল (Palak Muchhal) ও মিথুন (Mithun)। এই সুরেলা জুটি খুব শীঘ্রই সাতপাকে বাঁধা পড়তে চলেছেন।

 

View this post on Instagram

 

A post shared by Palak Muchhal (@palakmuchhal3)

‘আশিকি 2’ ফিল্মে একসাথে কাজ করেছিলেন পলক ও মিথুন। ফিল্মটি ছিল একটি মিউজিক্যাল হিট। চিত্রনাট্য আকর্ষণীয় না হলেও নজর কেড়েছিল গান। ‘আশিকি 2’ ফিল্মে অভিনয় করেছিলেন আদিত্য রায় কাপুর। তাঁর বিপরীতে শ্রদ্ধা কাপুর (Sradhdha Kapoor)। পলক ও মিথুন একই পেশায় থাকার সূত্রে দীর্ঘদিন ধরেই একে অপরের সাথে পরিচিত।

আরও পড়ুন -  ‘বালিকা বধূ’র তিন স্টার আজ স্মৃতির পাতায় !

এই বিয়ে ভালোবাসার নয়। বরং অ্যারেঞ্জড ম্যারেজ। দুই পরিবারের সম্মতিতে হতে চলেছে পলক ও মিথুনের বিয়ে। জানা গিয়েছে, আগামী 6 ই নভেম্বর হতে চলেছে বিয়ে। বিয়ে হতে চলেছে পলক ও মিথুনের। তবে এখনও অবধি তাঁদের তরফে বিয়ের খবর সুনিশ্চিত করা হয়নি।

আরও পড়ুন -  Anjali Arora: এমএমএস বিতর্ক এখন পিছনে, পোশাকের ফাঁক দিয়ে গোপন জিনিস উঁকি, অঞ্জলি অরোরার

 বলিউডকে উপহার দিয়েছেন একাধিক হিট গান। অন্য শিশুশিল্পীদের মতো হারিয়ে যাননি ইন্ডাস্ট্রি থেকে। তবে সেলিব্রিটি হয়েই থেমে থাকেননি পলক। তিনি উপার্জিত অর্থে একাধিক দরিদ্র শিশুদের হার্ট অপারেশন করিয়েছেন। এছাড়াও বিভিন্ন সমাজসেবামূলক কাজের সাথেও যুক্ত রয়েছেন পলক।

 

View this post on Instagram

 

A post shared by Mithoon (@mithoon11)

পলক ও মিথুনের বিয়ে বলিউডে জন্ম দিতে চলেছে এক সম্ভাবনার। ভবিষ্যতে তাঁরা দুজনে একসাথে মিউজিক প্রোডাকশন তৈরির পাশাপাশি উঠতি শিল্পীদেরও সাহায্য করতে পারেন বলে খবর।

আরও পড়ুন -  Madhuri Dixit: বিবাহবার্ষিকীতে স্বামীকে ভালোবাসায় ভরিয়ে দিলেন অভিনেত্রী মাধুরী দীক্ষিত ! ভিডিও দেখুন