Kareena Kapoor: কারিনা মগ্ন কঠোর শরীরচর্চায়, উৎসবের আমেজ কাটিয়ে

Published By: Khabar India Online | Published On:

 আপাতত উৎসবের ইতি। উৎসবের আমেজ কাটিয়ে পুরনো ছন্দে ফিরছেন সকলে।

 বাদ নেই বলিউড তারকারাও। গণেশ পূজা থেকে দীপাবলি, সব অনুষ্ঠানই জমিয়ে পালন করেছেন কারিনা কাপূর। দীপাবলিতে পরিবারের সকলকে নিয়ে নিজের জুহুর বাড়িতে জমকালো পার্টি দিয়েছিলেন। কাপূর পরিবারের সকলে সেই উদ্‌যাপনে আমন্ত্রিত ছিলেন। আয়োজকের ভূমিকায় কারিনা-সইফ।

আরও পড়ুন -  Kareena Kapoor Khan: করিনা শারীরিক সম্পর্কের ইচ্ছা হারিয়েছিলেন, সইফের সাথে

কারিনা এমনিতে প্রচণ্ড ফিটনেস সচেতন। দ্বিতীয় বার মা হওয়ার কিছু দিনের মধ্যেই চটজলদি নিজের ওজন ঝরিয়ে ফেলেছিলেন। কারিনার ইনস্টাগ্রামে উঁকি দিলেও তার শরীরচর্চার নিদর্শন মিলবে। তবে উৎসবের আবহে কিছু দিন শরীরচর্চা থেকে দূরে ছিলেন সইফ-ঘরনি। আবার ছন্দে ফিরেছেন বেবো। উৎসবের অনিয়মে শরীরের জমা মেদ ঝরাতে কোমর বেঁধে মাঠে নেমে পড়েছেন তিনি।

আরও পড়ুন -  করিনা কাপুরের সাথে সম্পর্কে কি হবে? কাপুর পরিবারে নতুন অতিথি আসতে চলেছে, ছবি ভাইরাল

সম্প্রতি কারিনার শরীরচর্চা ভিডিও প্রকাশ্যে এসেছে। তাতে দেখা যাচ্ছে, ঘাম ঝরাতে মরিয়া কারিনা। পরনে পা চাপা ট্র্যাক প্যান্ট সঙ্গে হাতা কাটা আঁটসাঁট কালো ক্রপ টপ। পায়ে সাদা স্নিকার্স। চুল পনিটেল করে বাঁধা।

ট্রেডমিলে পা চালাচ্ছেন কারিনা। কখনও দাঁড়িয়ে, কখনও বসে। চোখেমুখে পরিশ্রমের ছাপ। ক্লান্ত হচ্ছেন। তবু থামছেন না। দুরন্ত গতিতে ট্রেডমিলে হেঁটে চলেছেন। ইদানীং ‘ওয়াই’ ভঙ্গি খুব জনপ্রিয় হয়েছে। দীপাবলির মেদ ঝরাতে সেই ব্যায়ামও বেশ কয়েক বার করতে দেখা গিয়েছে অভিনেত্রীকে। উৎসবের অনিয়ম থেকে ঝেড়ে ফেলতে কঠোর শরীরচর্চাতে ভরসা কারিনা কাপূর খান।

আরও পড়ুন -  PAN Card: প্যান কার্ড নিয়ে বড় পরিবর্তন, কেন্দ্রীয় সরকারের নতুন সিদ্ধান্ত, জেনে নিন নতুন নিয়ম