Palak Tiwari: ঘাম ঝরছে ভক্তদের, ২২ বছর বয়সে সাহসী লুক পলক তিওয়ারি

Published By: Khabar India Online | Published On:

অভিনেত্রী শ্বেতা তিওয়ারির ২২ বছর বয়সী কন্যা পালক তিওয়ারি এক বিপুল জনপ্রিয়তা অর্জন করেছেন নেটদুনিয়ায়।

একটি মিউজিক ভিডিও মুক্তি পেয়েছে, যা বেজায় পছন্দ হয়েছে ভক্তমহলের। কয়েকদিন আগেই নিজের ঘনিষ্ঠমহলের সাথে নিজের জন্মদিন ধুমধাম করে পালন করেছিলেন শ্বেতা কন্যা।

জন্মদিন পালনের সেই সমস্ত ছবিও নিজের সোশ্যাল মিডিয়ার পাতায় শেয়ার করে নিয়েছিলেন তিনি, যা খুব স্বাভাবিকভাবেই ভাইরাল হয়েছিল নেটমহলে। সম্প্রতি নিজের বোল্ড ফটোশুটের সূত্র ধরেই চর্চায় শ্বেতা কন্যা।

আরও পড়ুন -  Sapna Chaudhary: পারফর্ম করতে কত টাকা পারিশ্রমিক নেন? জানলে আপনি অবাক হয়ে যাবেন!

শ্বেতা তিওয়ারি বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী, তবে তার মেয়ে হিসেবে পালক যে সেলেব কিড হিসেবেই পরিচিত নেটদুনিয়ায়। সোশ্যাল মিডিয়ার পাতাতেও তিনি নেহাতই কম সক্রিয় নন। ইনস্টাগ্রামে তার ফলোয়ার্স সংখ্যা চোখে পড়ার মতো, তার ঝলক অবশ্য মিলবে তার সোশ্যাল মিডিয়ার পাতাতেই। প্রায়ই একাধিক বোল্ড ফটোশুটে অংশ নিতে দেখা যায়। রীতিমতো রাতের ঘুম কাড়ে ভক্তদের। সম্প্রতি পালকের তেমনি ফটোশুটের কিছু ঝলক ভাইরাল হতে দেখা গিয়েছে।

আরও পড়ুন -  মারকাটারি ফিগার, মন জয় করা হাসি! বলিউড নায়িকাদের টেক্কা দেবে দিশা পাটানির বোন খুশবু পাটানি

সম্প্রতি ভাইরাল হওয়া পালকের সাম্প্রতিক লুক সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই পৌঁছে গিয়েছে নেটজনতার অধিকাংশের কাছে। সেই লুকই তুমুল উষ্ণতা ছড়িয়েছে।

 

View this post on Instagram

 

A post shared by Palak Tiwari (@palaktiwarii)

ছবিতে অভিনেত্রী কন্যাকে ব্যাকলেস, জমকালো ব্রা-লেট ও সবুজ রঙের ঢিলা ঢালা প্যান্টে দেখা গিয়েছে। এই পোশাকে একেবারে মেসি লুক ক্যারি করেছেন তিনি। পাশাপাশি নিজের চোখে মুখে রেখেছিলেন আবেদনের ছাপও, যা তার ভক্তদের রাতের ঘুম করার জন্য যথেষ্ট। নেটদুনিয়ায় পালকের অনুরাগীরা তার এই সাম্প্রতিক রূপ দেখে মুগ্ধ হয়ে গিয়েছেন, কমেন্টবক্সে চোখ রাখলেই মিলবে।

আরও পড়ুন -  Neha Malik: নেহা মালিক মোহনীয় স্টাইলে সুইমস্যুটে, ভক্তরা দীর্ঘশ্বাস ছাড়লেন ছবি দেখে