Chhat puja: ছট্ পূজোর সামগ্রী তুলে দিলেন জেলা সভাপতি পাপিয়া ঘোষ ও তৃণমূল কংগ্রেস নেতৃত্ব

Published By: Khabar India Online | Published On:

Chhat puja: ছট্ পূজোর সামগ্রী তুলে দিলেন জেলা সভাপতি পাপিয়া ঘোষ ও তৃণমূল কংগ্রেস নেতৃত্ব।

নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়িঃ  আজ শিলিগুড়ির নয় নম্বর ওয়ার্ডে ছট্ ব্রতী দের হাতে ছট্ পূজোর সামগ্রী তুলে দিলেন জেলা সভাপতি পাপিয়া ঘোষ এবং শিলিগুড়ির নয় নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস নেতৃত্ব।

আরও পড়ুন -  স্টেশনে ভিডিও তোলা নিষিদ্ধ, জাতীয় নিরাপত্তায় কড়া পদক্ষেপ পূর্ব রেলের

আজ প্রায় একশো জন ছট্ ব্রতীদের হাতে ছট্ পূজোর সামগ্রী তুলে দিলেন জেলা সভাপতি।তিনি জানান এই পূজো আমাদের হরিজন ভাইদের পূজো।এই পূজোতে একটা আলাদা মজা আছে।আমাদের সবার সহযোগীতায় এই পূজো ভালোভাবে হোক এই কামনা করি ঈশ্বরের কাছে। উপস্থিত ছিলেন ওয়ার্ড কাউন্সিলার এবং ওয়ার্ডের অন্যান্য তৃণমূল কংগ্রেস নেতৃত্ব।

আরও পড়ুন -  শিলিগুড়িতে নৈহাটি বড়মার আদলে প্রতিমা, পুজো মন্ডপ উদ্বোধন করলেন মেয়র