আবহাওয়া কেমন থাকবে কলকাতা সহ অন্যান্য জেলাতে, আবহাওয়া দপ্তর কি জানালো?

Published By: Khabar India Online | Published On:

 আন্দামান সাগরের সৃষ্ট নিম্নচাপ গতকাল গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এবার তা পরিণত হবে ঘূর্ণিঝড়ে।

 সময় যতই এগোচ্ছে ততই স্পষ্ট হচ্ছে ঘূর্ণিঝড়ের গতিপথ। বঙ্গোপসাগরের বুকে এখন দাপট দেখাচ্ছে ঘূর্ণিঝড় সিত্রাং। আজ সোমবার কালীপুজোর দিন প্রবল ঘূর্ণিঝড় কি প্রভাব ফেলবে কলকাতার বুকে? বাংলার কোন কোন জেলা ঘূর্ণিঝড়ের দাপটে পড়বে? কি বলছেন বিশেষজ্ঞরা?

আরও পড়ুন -  রাজ্যে টানা ৩ দিন ঝড়বৃষ্টির সম্ভাবনা, মিলবে রেহাই গরম থেকে, বৃষ্টিতে কোন জেলা ভিজবে?

আজ কালীপুজোর দিন ঘূর্ণিঝড় প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। ইতিমধ্যেই ঘূর্ণিঝড়ের প্রভাব প্রতিহত করার জন্য বাংলার জেলায় জেলায় সর্তকতা জারি করা হয়েছে।

 আবহবিদরা বলেছেন যে, সিত্রাং এর ল্যাজের ঝাপটা পড়বে বঙ্গের একাধিক উপকূলে। তার জেরে উত্তাল হবে সমুদ্র। ৬ ফুট উঁচু ঢেউ উঠতে পারে। ঘূর্ণিঝড়ের প্রভাব সবচেয়ে বেশি হবে দক্ষিণবঙ্গের ৩ জেলায়।

আরও পড়ুন -  Yuvaan: জগন্নাথ দর্শনে ইউভান, সাথে বাবা - মা

আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে যে, ঘূর্ণিঝড়ের বেশি প্রভাব পড়তে পারে দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর জেলায়। এই ঘূর্ণিঝড়ের প্রভাবে ভারী বৃষ্টি হতে পারে আগামী মঙ্গলবার দুপুর পর্যন্ত। গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে উত্তর ও উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়েছে। আগামীকাল মঙ্গলবার সকালের মধ্যে এটি বাংলাদেশের বরিশালের কাছে প্রভাব দেখাতে শুরু করবে। দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই আগামীকাল মঙ্গলবার পর্যন্ত কম বেশি বৃষ্টিপাত দেখা যাবে। আজ সোমবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় ঘন্টায় ১০০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। প্রতীকি ছবি।

আরও পড়ুন -  সিঙ্গেল মাদার হলেন নুসরত, অভিনেত্রীকে শুভেচ্ছা জানালেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র