চলতি বছরে পর্দায় দেখা যায়নি অভিনেত্রী শ্রুতি হাসানকে। করোনার কারণে দীর্ঘ সময় বেকার বসে ছিলেন। পরিস্থিতি স্বাভাবিক হতেই কাজে ব্যস্ত হয়ে পড়েছেন তেলেগু, হিন্দি ও তামিল ছবির জনপ্রিয় এই অভিনেত্রী।
আন্তর্জাতিক সিনেমাতে দেখা যাবে তাকে। সিনেমার নাম ‘দি আই’। সাইকোলজিক্যাল থ্রিলার ঘরাণার এই ছবিটি পরিচালনা করবেন ডাফেন শোমন। ছবিতে শ্রুতির বিপরীতে রয়েছেন স্কটিশ অভিনেতা মার্ক রাওলে। এর আগে ‘দ্য লাস্ট কিংডম’ ওয়েব সিরিজে অভিনয় করে নজরে আসেন মার্ক।
খবরটি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করেন শ্রুতি। তিনি লেখেন, ‘‘এই রকম একটা ভাল টিমের সঙ্গে এই ছবিটার অংশ হতে পেরে ভাল লাগছে। আমি গল্প বলতে সবচেয়ে বেশি পছন্দ করি। আর এই রকম একটা গল্পের অংশ হতে পেরে আমি আরও খুশি।’’
১৯৮০ এর দশকের প্রেক্ষাপটে সাজানো হয়েছে। এক বিধবা মহিলা তার মৃত স্বামীকে ফিরে পেতে চায়। ক্রমেই তার এক অন্ধকার জগতে প্রবেশ। আগামী মাসে গ্রিসের এথেন্স শহরে শুরু হবে ছবির শুটিং।