NGO: কঠোর ব্যবস্থা নিল মোদি সরকার, গান্ধী পরিবারের দুই এনজিও’র বিরুদ্ধে

Published By: Khabar India Online | Published On:

রাজীব গান্ধী ফাউন্ডেশন বা আরদিএফ ও রাজীব গান্ধী চ্যারিটেবল ট্রাস্ট বা আরজিসিটি-এর, ফরেন কন্ট্রিবিউশন রেগুলেশন অ্যাক্ট লাইসেন্স বাতিল করল কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

গান্ধী পরিবারের নিয়ন্ত্রণাধীন এই দুই এনজিও এখন থেকে বিদেশী তহবিল গ্রহণ করতে পারবে না।

গান্ধী পরিবারের নিয়ন্ত্রণাধীন এই দুই বিরুদ্ধে বিদেশী অবদান সংক্রান্ত অনিয়মের অভিযোগ রয়েছে। ২০২০ সালেই এই অনিয়মের তদন্তের জন্য দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়েরকের পক্ষ থেকে একটি আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠন করা হয়েছিল। কমিটির তদন্তের পরই এই পদক্ষেপ নেয়া হয়েছে। সূত্রের খবর, এরপর তদন্তের ভার সিবিআই-কে হস্তান্তর করা হতে পারে।

আরও পড়ুন -  Pension Update-পরিবর্তন করেছে সরকার পেনশন স্কিমে

আন্তঃমন্ত্রণালয় তদন্ত কমিটিতে ইডি ছাড়াও স্বরাষ্ট্র ও অর্থ মন্ত্রণালয় এবং সিবিআই-এর কর্মকর্তারা ছিলেন। দুই এনজিও-র আয়কর রিটার্ন দাখিল করার সময় নথির হেরফের, তহবিলের অপব্যবহার এবং চীন-সহ বিদেশী দেশগুলি থেকে তহবিল সংগ্রহের সময় অর্থ পাচারের অভিযোগ খতিয়ে দেখা হয়েছে। তদন্ত হয়েছে ইন্দিরা গান্ধী মেমোরিয়াল ট্রাস্ট নামে অপর একটি গান্ধী পরিবার নিয়ন্ত্রিত এনজিও-র বিরুদ্ধেও। এই সংগঠনটির বিরুদ্ধে এখনও পর্যন্ত কোনও ব্যবস্থা নেয়া হয়নি।

আরও পড়ুন -  ১৩ কোটিরও বেশি নমুনা পরীক্ষা সহ ভারত করোনা মোকাবিলায় আরও একটি মাইলফলক অর্জন করেছে

আরজিএফ এবং আরজিসিটি, এই দুই সংস্থারই প্রধান প্রাক্তন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। আরজিএফ সংস্থায় সদস্য হিসেবে রয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং, কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী, কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পি চিদম্বরম। দ্বিতীয় সংস্থা আরজিসিটি তেও সদস্য হিসেবে রয়েছেন রাহুল গান্ধী। রাজ্যসভার প্রাক্তন সাংসদ অশোক এস গঙ্গোপাধ্যায়ও।

২০০২ সালে দেশের বঞ্চিত মানুষদের, বিশেষ করে গ্রামীণ এলাকার দরিদ্রদের উন্নয়নের জন্য আরজিসিটি প্রতিষ্ঠা করা হয়েছিল। এই এনজিও উত্তরপ্রদেশ ও হরিয়ানার দরিদ্রতম অঞ্চলগুলিতে কাজ করে। রাজীব গান্ধী নারী বিকাশ পরিকল্পনা ও ইন্দিরা গান্ধী চক্ষু হাসপাতাল ও গবেষণা কেন্দ্র, দুটি উন্নয়নমূলক উদ্যোগ গ্রহণ করেছে এই সংগঠন।

আরও পড়ুন -  দুর্দান্ত নাচে মুগ্ধ নেটিজেনরা, তাক লাগালেন জনপ্রিয় অভিনেত্রী সন্দীপ্তা সেন

আরজিএফ সংস্থার প্রতিষ্ঠা হয়েছিল ১৯৯১ সালে। ২০০৯ সাল পর্যন্ত এই সংস্থা সক্রিয় ছিল। স্বাস্থ্য, বিজ্ঞান ও প্রযুক্তি, নারী ও শিশু, প্রতিবন্ধী সহায়তা, শিক্ষার মতো বেশ কয়েকটি ক্ষেত্রে তারা উন্নয়নের কাজে জড়িত ছিল এই সংস্থা।

সূত্রঃ এনডিটিভি