Pepper: জীবন বদলে দিতে পারে গোলমরিচের গুণ

Published By: Khabar India Online | Published On:

যে কোন খাবার হোক, চাইনিজ বা মাংসের স্যুপ, গোলমরিচের গুঁড়ো না দিলে ভালো লাগবেনা করোনাকালে নানা রকম পানীয় তৈরি করতেও গোলমরিচ ব্যবহার করেছেন। গোলমরিচ যে রোগ প্রতিরোধ করে, এই কথা  অনেকেই জানেন। রোগ প্রতিরোধ ছাড়াও গোলমরিচের অনেক গুণ আছে।

প্রতিদিন সকালে গোলমরিচের জল পান করতে পারলে দারুন কাজ করে।

  • অন্ত্রের স্বাস্থ্য রক্ষা করে। গোলমরিচ অন্ত্রে থাকা ভাল ব্যাক্টেরিয়াগুলির বংশ বৃদ্ধি করতে সাহায্য করে। অন্ত্র ভাল থাকলে পেটের অনেক পুরনো রোগ সেরে যাবে।
আরও পড়ুন -  Rakhi Sawant: ‘আমার জীবনটা ছারখার করে দিয়েছে আমার স্বামী’, রাখি সাওয়ান্ত

  • অ্যান্টি-অক্সিডেন্টে ভরপুর। গবেষণায় প্রমাণিত হয়েছে গোলমরিচে থাকা পেপারিন নামক যৌগটি, অ্যান্টি-অক্সিডেন্টে ভরপুর। পরিবেশে থাকা ফ্রি র‌্যাডিক্যাল থেকে শরীরে ক্ষতি করে, তার হাত থেকে রক্ষা করে।
আরও পড়ুন -  লালকেল্লায় জাতির উদ্দেশ্যে ভাষণ প্রধানমন্ত্রীর, ভারতের সার্বিক উন্নতির একাধিক বড় প্রকল্পের ঘোষণা

  • ওজন কমাতে দারুন কাজ করে। অনেকেই সকালবেলা খালি পেটে লেবু এবং মধু মিশিয়ে খেয়ে থাকেন। পুষ্টিবিদরা বলেন,এই জলেতে এক চিমটি গোলমরিচ দিয়ে খেলে ওজন কমানোর কাজ করে।

  • হজমে সহায়ক। খেলেই বদহজম হয়? ওষুধ লাগবে না। সকালবেলা এক চিমটি গোলমরিচের গুঁড়ো দিয়ে জল খেলেই হবে। গোলমরিচ হজমে সহায়ক উৎসেচকগুলি নিসৃত করতে খুব সাহায্য করে থাকে।
আরও পড়ুন -  County Championship 2023: ভারতীয় ক্রিকেটে আনন্দের আনন্দ, প্রথম ম্যাচেই সেঞ্চুরি চেতেশ্বর পূজারার ব্যাটে, কাউন্টিতে

  • জলের ঘাটতি পূরণ করে। এতটাই ব্যস্ত ছিলেন যে, সারা দিন ঠিক মতন জল খাওয়া হয়নি,  বাড়ি ফিরেই হালকা গরম জলেতে গোলমরিচের গুঁড়ো মিশিয়ে খেয়ে নিন। চোখের নিমেষে কাজ হয়ে যাবে।   ত্বকের আর্দ্রতাও বজায় রাখে।  ছবিঃ সংগৃহীত।