IND Vs PAK: মেলবোর্নের ওয়েদার রিপোর্ট কি বলছে? ভারত-পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচ

Published By: Khabar India Online | Published On:

আজ ২৩ অক্টোবর অস্ট্রেলিয়ার মেলবোর্নে ২২ গজে মুখোমুখি হতে চলেছে চির প্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান।

ক্রিকেটের এটাই সবচেয়ে বড় ম্যাচ বলে মনে করছেন ক্রিকেট প্রেমিরা। বিশ্বকাপে সেই অনুভব থেকে বঞ্চিত হতে পারেন ক্রিকেটপ্রেমীরা বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

অস্ট্রেলিয়ার আবহাওয়া অফিস সূত্রে খবর, প্রাকৃতিক দুর্যোগের কারণে স্থগিত হতে পারে আজকের হাই ভোল্টেজ ম্যাচ।

আরও পড়ুন -  Sourav Ganguly: চাঞ্চল্যকর মন্তব্য করলেন সৌরভ গাঙ্গুলী, বিরাটের উদ্দেশ্যে

মেলবোর্নের ২২ গজে মুখোমুখি হবে কথা চির প্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানের। অস্ট্রেলিয়ার আবহাওয়া বর্তমানে অন্য কথা বলছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, বর্তমানে মেলবোর্ন কালো মেঘে অন্ধকারাচ্ছন্ন হয়ে রয়েছে।

আবহাওয়া দপ্তরের খবর, আজ শুধুমাত্র বৃষ্টি নয়, সঙ্গে জোরালো ঝড়ের সম্ভাবনা রয়েছে অস্ট্রেলিয়ায়।  ইতিপূর্বেও চলতি সপ্তাহে বুধবার এবং বৃহস্পতিবার মুষলধারে বৃষ্টি হয়েছে মেলবোর্নে। আবহওয়া দপ্তরের মান্যতা অনুযায়ী, আজ শুধুমাত্র বৃষ্টি নয়, বৃষ্টির সাথে হতে পারে ঝড়।

আরও পড়ুন -  আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রের রানীগঞ্জের জে কে নগর বিজেপি দলীয় কার্যালয়ে ভাঙচুর

আবহাওয়া দপ্তরের দেওয়া খবরের পর চিন্তার ভাঁজ পড়েছে ক্রিকেটপ্রেমীদের। চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচটি যদি বাতিল ঘোষণা করা হয় সেক্ষেত্রে ক্রিকেটের রোমাঞ্চ অনুভব করা থেকে বঞ্চিত থাকবেন ক্রিকেট প্রেমীরা। সুপার-১২ এর কোন ম্যাচ দুর্ভাগ্যবশত মাঠে না গড়ালে সেই ম্যাচ পুনরায় আয়োজন করবে না ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল। সেক্ষেত্রে বাতিল ম্যাচের কারণে দুটি দলকে সমান পয়েন্ট বিভাজন করে দেওয়া হবে।

আরও পড়ুন -  বাংলাদেশের জাতীয় দিবস উদযাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণ

 ১-১ পয়েন্ট নিয়ে সন্তুষ্ট থাকতে হবে দুটি দলকেই। সুপার ১২-এর প্রথম ম্যাচে থেকে সুপার-৪ এ যাওয়ার লড়াইয়ে দুটি দলই একই স্থানে থাকবে।